৯০ হাজারের iPhone 15 Plus মাত্র 45,000 টাকায়! কী ভাবে হাফ দামে পাবেন, রইল পদ্ধতি
(১/৭) iPhone 15 Plus: বর্তমানে আইফোন ১৪ (iPhone 14)-এর থেকেও সস্তায় পাওয়া যাচ্ছে আইফোন ১৫ প্লাস (iPhone 15+) ফ্লিপকার্ট (Flipkart) অনলাইন প্লাটফর্মের তরফ থেকে উইন্টার সেলে (Winter Sale) এই ছাড়টি দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরের অন্তিম মুহূর্তে ফ্লিপকার্ট (Flipkart) অনলাইন প্লাটফর্মে চালু হয়েছে উইন্টার সেল। উক্ত প্লাটফর্মে আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus) এর মত দুর্দান্ত স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়। নতুন বছরের iPhone কেনার এই দুর্দান্ত অফার আপনি হয়তো আর নাও পেতে পারেন।
(২/৭) আইফোন সংস্থার সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোনটি হল iPhone ১৫ সিরিজের স্মার্টফোন। এই সিরিজে রয়েছে একাধিক স্মাটফোন। আইফোন সংস্থা স্ট্যান্ডার্ড মডেলের ফোনগুলির থেকে প্লাস মডেলের স্মার্টফোনে বেশি উন্নত ফিচারস ব্যবহার করছে। যে সমস্ত ব্যক্তিদের বহুদিনের শখ রয়েছে নতুন iPhone কেনার তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে।
কী ভাবে 45,000 টাকায় পাবেন iPhone 15 Plus?
(৩/৭) অ্যাপেল (Apple) কোম্পানির এই স্মার্টফোনটি যখন ভারতে বাজারে আত্মপ্রকাশ করে তখন তার দাম ছিল ৮৯,৯০০ টাকা (১২৮ জিবি র্যাম)। কিন্তু বর্তমানে ফ্লিপকার্ট (Flipkart)-এ উইন্টার সেলে (Winter Sale) এই ফোনটি আপনি পেতে পারেন ৪৫,০০০ টাকায়। Filpkart-এ বর্তমানে এই iPhoneটির দাম ৮৭,৯০০ টাকা। আপনি যদি HDFC ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে ৫,০০০ টাকার ছাড় পারেন। এই ছাড়ের পর ফোনটির দাম হবে ৮২,৯০০ টাকা।
(৪/৭) আপনি এর সাথেই পাবেন ৩৭,৫০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট। যদি অতি নির্ভর করে আপনার স্মার্টফোনের ব্র্যান্ডের এবং অবস্থায় উপর। এই ছাড়ের পর ফোনটির দাম হয় ৪২,৪০০ টাকা।
(৫/৭) Flipkart Winter Sale-এ আপনি মাত্র ৪৫,৪০০ টাকায় কিনতে পারবেন iPhone 15 Plus ফোন। অ্যাপলের স্টোরে বর্তমানে iPhone 14 স্মার্টফোনটির দাম ৬৯,৯০০ টাকা। আপনি আগের স্মার্টফোনটির থেকে সস্তায় এই ফোনটি কিনতে পারবেন।
iPhone 15 Plus Specifications:
(৬/৭) iphone 15 Plus আইফোন ১৪-এর থেকে বেশ ডিফারেন্ট। সামান্য কার্ভ ডিসপ্লে, পাতলা বেজেল এবং ডাইনামিক আইল্যান্ড মতো ফিচারস গুলি উপলব্ধ আছে এই ফোনে। ফোনটি আকর্ষণীয় করে তুলতে আছে USB C Type চার্জিং সাপোর্ট।
(৭/৭) iPhone 15 Plus স্মার্টফোনে উপলব্ধ আছে সুপার রেটিনা XDR ডিসপ্লে। ক্যামেরা কোয়ালিটির মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 1080p ভিডিয়ো রেকর্ডিং-এর সাপোর্ট। প্রসেসর হিসাবে আছে A16 Bionic। এছাড়াও আছে ফেস আইডি, এমার্জেন্সি নোটিফিকেশন, ক্র্যাশ ডিটেকশন, 5G, iOS 17 অপারেটিং সিস্টেম সহ একাধিক উন্নত প্রযুক্তি। ব্যাটারি সাপোর্ট হিসাবে আপনি পাবেন একবার চার্জিং- এ একটানা ২৬ ঘণ্টা অবধি ভিডিও প্লেব্যাক ফ্যাসিলিটি। এই ফোনটি আপনি পাবেন ৩টি ভ্যারিয়েন্ট একটি ১২৮ জিবি এবং অন্য দুটি ২৫৬ জিবি ও ৫১২ জিবি র্যাম।
সুপার রেটিনা XDR ডিসপ্লে, A16 Bionic প্রসেসর, 48 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 1080p ভিডিয়ো রেকর্ডিং, ফেস আইডি, এমার্জেন্সি নোটিফিকেশন, ক্র্যাশ ডিটেকশন, 5G, iOS 17 অপারেটিং সিস্টেম, 26 ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক ইত্যাদি ফিচার্স রয়েছে স্মার্টফোনে।আইফোন 15 প্লাস তিনটি স্টোরেজে পাওয়া যাবে – 128GB, 256GB এবং 512GB।