Apple iPhone 16 Pro-র ক্যামেরার চমক দেখবে বিশ্ব, এই ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা
(১/৬) Apple iPhone 16 Pro: মাত্র মাস দুই আগে বাজারে লঞ্চ করেছে iPhone15। ইতিমধ্যে শুরু হয়েছে iPhone16 নিয়ে জোর চর্চা। iPhone 16-এর মধ্যে উপলব্ধ থাকবে কি কি ফিচারস এবং বৈশিষ্ট্য তাই নিয়েই চর্চা চলছে তুঙ্গে। এবার প্রকাশে এলো iphone 16 সিরিজে প্রসেসর ভ্যারিয়েন্ট এবং কানেক্টিভিটি পোর্ট নিয়ে তথ্য। iPhone সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের সামনেই লঞ্চ পাবে একটি মডেলে ব্যবহৃত হবে ১২০ মিমি টেট্রাপ্রিজম লেন্স।
iPhone 16 লঞ্চ হতে পারে ১২০ মিমি টেট্রাপ্রিজম লেন্স ক্যামেরা ফিচারসের সাথে।
(২/৬) iPhone ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছেন যে, কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্টটি সামনেই প্রকাশের সম্ভাবনাময় iphone 16 Pro মডেলে অ্যাডভান্স প্রযুক্তির ১২০ মিমি টেট্রাপ্রিজম লেন্স যুক্ত টেলিফোন শুটার প্রয়োগের সম্ভাবনার কথা বলা হয়েছে।
(৩/৬) এর জন্য আইফোন সংস্থা লার্গান সংস্থার সাথে মিলিত প্রয়াসে লেন্স নির্মাণ করবেন। টেট্রাপ্রিজম লেন্সটি তৈরি অনেক জটিল একটি প্রক্রিয়া এবং শুধুমাত্র লার্গান সংস্থায় এই লেন্স তৈরি করতে সক্ষম। যে কারণে টেট্রাপ্রিজম লেন্স সরবরাহকারী হিসাবে লার্গান একমাত্র সংস্থা।
(৪/৬) টেট্রাপ্রিজম লেন্সটি তৈরির প্রসেসটি অত্যন্ত জটিল হওয়ায় অনেক ধরেন সমস্যায় পড়তে হয়েছিল লার্গান সংস্থাটিকে। অসুবিধা দেখা দিয়ে ছিল সাপ্লাই চেইনের ক্ষেত্রে। যে জন্য চলতি বছরে মুক্তি পাওয়া একমাত্র iPhone 15 pro Max-এ উপলব্ধ ছিল টেট্রাপ্রিজম লেন্সটি।
(৫/৬) বর্তমানে লার্গান সংস্থা টেট্রাপ্রিজম লেন্স তৈরির ক্ষেত্রে দেখা দেওয়া অসুবিধাগুলি প্রায় ৭০ শতাংশের বেশি সমাধান করে সফলভাবে তৈরি করতে হয়েছেন বলে জানিয়েছেন। যে জন্য মিং-চি কুও বলেছেন যে, ২০২৪ সালে টপ-এন্ড মডেলের সাথে সাথেই iPhone 16 pro ফোনেও ব্যবহৃত হতে পারে লেন্সটি।
(৬/৬) এই মুহূর্তে iphone এবং Huawei সংস্থার প্রধান লেন্স সাপ্লাইকারি সংস্থা হল লার্গান। সে জন্য এটি অনুমান করা অসংগত হবে না যে, Huawei P70 ফ্ল্যাগশিপ সিরিজে ক্ষেত্রে উন্নতমানের টেট্রাপ্রিজম লেন্স লেন্সটি ব্যবহৃত হতে পারে।
আরও পড়ুন:
👉 Vespa Scooter: এই স্কুটার উড়িয়ে দিত ট্যাঙ্ককেও! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!
👉 সুপারফাস্ট প্রসেসর, কাঁচের মতো ক্যামেরা সহ Samsung-এর এই মোবাইল মিলবে আকর্ষণীয় দামে
👉 GPay করার আগে এই অ্যাপ খুললেই বিপদ! গ্রাহকদের সতর্ক করল Google
👉 POCO India Sale: লোভনীয় অফার! ৬,০০০ টাকা ছাড় এই সব POCO স্মার্টফোনে
👉 ১ ডিসেম্বর থেকে SIM Card কেনার নিয়ম বদলে ফেলতে চলেছে DoT! না মানলেই হবে জেল