IPL 2024-এর মরশুমে Jio নিয়ে এলো ৪৯ টাকার দুর্দান্ত প্ল্যান! Airtel, Vi এই প্ল্যানের সামনে পাত্তা পাবে না
Jio 49 Rupees Recharge Plan: গতকাল থেকে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট IPL। গত কয়েক বছরে IPL ক্রিকেট ম্যাচ ক্রিকেট অনুরাগী মহলে বিশেষ সাড়া ফেলেছে। গোটা বিশ্বজুড়ে ৮ থেকে ৮০ প্রায় সকলেই IPL খেলা দেখতে পছন্দ করেন। এবার রিলায়েন্স Jio সংস্থা IPL টুর্নামেন্ট উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এলো বিশেষ আকর্ষণীয় রিচার্জ প্ল্যান।
Jio সংস্থার এই রিচার্জ প্ল্যানটি গোটা দেশজুড়ে উপলব্ধ রয়েছে। যদিও পূর্বেও Jio সংস্থার তরফ থেকে আইপিএল উপলক্ষে বাজারে আনা হয়েছিল একাধিক রিচার্জ প্ল্যান। ৪৯ টাকার একটি ডেটা ভাউচার রিচার্জ প্ল্যান জিও সংস্থার তরফ থেকে আনা হয়েছে।
এই রিচার্জ প্লানে গ্রাহকরা নির্দিষ্ট ইন্টারনেট কোটা পার করার পর হাই স্পিড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন। উক্ত কোটা সম্পূর্ণ হওয়ার পর ৬৪ Kbps করে ইন্টারনেট স্পিড পাবেন গ্রাহকরা।
৪৯ টাকার এই ডেটা ভাউচার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ২৫ জিবি ডেটা। তবে এটি একটি ডেটা অ্যান্ড অন প্ল্যান তাই এই প্লানের সুবিধা উপভোগ করতে গেলে গ্রাহককে অবশ্যই একটি বেস প্ল্যান দিয়ে রিচার্জ উপলব্ধ থাকতে হবে।
Airtel সংস্থার তরফ থেকে কিছুদিন আগেই একটি ৪৯ টাকার ডেটা অ্যান্ড অন প্ল্যান বাজারে আনা হয়েছিল। Airtel সংস্থার তরফ থেকে ৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রদান করা হয় ২০ জিবি ডেটা।
আরও পড়ুন👉: হোলির ধামাকা অফার! ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে এই কোম্পানি! ফায়দা নিতে জেনে নিন
তবে Reliance Jio সংস্থার তরফ থেকে ৪৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের দেওয়া হচ্ছে ২৫ জিবি ডাটা। অনেক মানুষই মোবাইলের মাধ্যমেই IPL টুর্নামেন্ট দেখেন। তাই গ্রাহকদের অতিরিক্ত ডেটা প্রয়োজনের কথা মাথায় রেখেই রিলায়েন্স জিওর তরফ থেকে বাজারে আনা হয়েছে একগুচ্ছ ডাটা অ্যান্ড অন রিচার্জ প্ল্যান। JIO সংস্থার তরফ থেকে ১৫ টাকা, ১৯ টাকা, ২৫ টাকা, ২৯ টাকা, ৬১ টাকা, ১২১ টাকা, ১৮১ টাকা, ২৪১ টাকা ও আরও একাধিক মূল্যের ডেটা বুস্টার রিচার্জ প্ল্যান বাজারে আনা হয়েছে।
আরও পড়ুন👉: শীঘ্রই লঞ্চ হতে পারে 12 জিবি RAM সহ Infinix GT 20 Pro, জেনে নিন এর স্পেসিফিকেশন সহ বিস্তারিত