মাত্র ৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন iPhone 14, iPhone 15 লঞ্চের আগে iPhone 14-এ ব্যাপক ছাড়
(১/৯) মধ্যবিত্তদের হাতে আইফোন (iPhone) এখন হাতের মুঠোয়। অফিসিয়াল স্টোরে ১১,৯০১ টাকা ডিসকাউন্টের পর Apple iPhone 14-এর দাম হয়েছে ৬৭,৯৯৯ টাকা। তবে এই ফোনটি কেনার ক্ষেত্রে আপনাকে ৪০০০ টাকা ছাড় দেওয়া হবে, যদি আপনার কাছে HDFC Bank-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে এবং সেটি ব্যবহার করে আপনি ফোনটি ক্রয় করেন।
(২/৯) আর মাত্র কয়েকদিন পরেই Apple iPhone 15 লঞ্চ হতে চলেছে। তবে তার আগেই Flipkart সেলে ব্যাপক সস্তা দামে বিক্রি হচ্ছে Apple । প্রত্যেক বছরই অ্যাপেল নতুন ফোন লঞ্চ করার আগে পুরনো ফোনের দাম কমায়। সেক্ষেত্রে যেহেতু Apple iPhone 15 লঞ্চ হতে চলেছে তাই Apple iPhone 14-এর দাম ব্যাপক হারে কমেছে।
(৩/৯) তবে শুধু ফ্লিপকার্টই (Flipkart) নয় দেশের বিভিন্ন অ্যাপল স্টোরেও iPhone 14 সিরিজ়ের প্রতিটি ফোনের দাম কমানো হয়েছে। আপনি যদি নতুন iPhone কেনার সুযোগে থাকেন তাহলে এটি আপনার কাছে সুবর্ণ সুযোগ। ফ্লিপকার্ট সেলে বর্তমানে সবথেকে কম দামে বিক্রি হচ্ছে iPhone 14 Series।
(৪/৯) এই সিরিজ়ের সবথেকে কম দামি ফোন হল Apple iPhone 14। তবে এর সঙ্গে আরও তিনটি স্মার্টফোন (Smart Phone) রয়েছে। সেগুলি হল – iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এই সিরিজ়ের ফোনগুলি প্রথম আসে ২০২২ সালে। এই ফোনগুলি ৭৯,৯০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে।
(৫/৯) তবে এই সিরিজের মধ্যে এখন সবচেয়ে সস্তা হল Apple iPhone 14। আর আপনি এটি পেয়ে যাবেন মাত্র ৩৯৯৯ টাকায়। ফ্লিপকার্ট সেলে এই আইফোন মডেলের উপরে ৬৪,৪০০ টাকার ছাড় দেওয়া হয়েছে।
(৬/৯) প্রসঙ্গত উল্লেখ্য, iPhone 14 বিশ্ববাজারে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। এর কারণ হলো এই ফোনের সঙ্গে iPhone 13-র অনেকাংশেই মিল ছিল। তবে এই ফোনের উপর একাধিকবার flipkart ও amazon ডিসকাউন্ট দেওয়ার পর সাধারণ মানুষ এই ফোন কেনার জন্য কিছুটা আগ্রহ প্রকাশ করে।
(৭/৯) এই দুটি ফোনে একই চিপসেট রয়েছে। তবে iPhone 14-র কোরের সংখ্যা হল অনেক বেশি। এই ফোনে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আবার এই ফোনের পিছনেও রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 12MP।
(৮/৯) Apple iPhone 14-এর দাম অফিসিয়াল স্টোরে ১১,৯০১ টাকা ডিসকাউন্টের পর ৬৭,৯৯৯ টাকা। সেই অনুযায়ী আপনার কাছে যদি HDFC Bank-এর ডেবিট কার্ড (Debit Card) বা ক্রেডিট কার্ড (Credit Card) থাকে এবং সেটি ব্যবহার করে আপনি আইফোন ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ৪০০০ টাকা ছাড় দেওয়া হবে।
(৯/৯) শুধু তাই নয় এর সঙ্গে ফ্লিপকার্টের একটি বিরাট অফার রয়েছে। আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ (Mobile Exchange) করে আপনি যদি Apple iPhone 14-তে আপগ্রেড করেন, তাহলে পেয়ে যাবেন ৬০,০০০ টাকার অনেক বড় একটি ডিসকাউন্ট। হিসেব করে দেখা যাচ্ছে এতগুলি অফার নিয়ে মোট ৬৪০০০ টাকা ডিসকাউন্ট এর পরে আপনি iPhone 14 বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র ৩,৯৯৯ টাকায়।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন
Jio AirFiber: গণেশ চতুর্থীতে লঞ্চ হবে জিও এয়ারফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির
এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন
দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন
ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)