সবচেয়ে পাতলা ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করল Honor, ফোন ফোল্ড করতে পারবেন 400,000 বার | Honor Magic V2 Specifications, Review
Honor Magic V2: আপনি যদি নতুন স্মার্টফোন কেনার জন্য অপেক্ষায় থাকেন তাহলে আপনার জন্য ভালো খবর। নতুন একটি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। চীন Honor Magic V2 2024 চালু করেছে। আর এই কোম্পানীই আন্তর্জাতিক বাজারে বই-স্টাইলের ফোল্ডেবল ফোন Magic V2 এনেছে।
নতুন লঞ্চ হওয়া Honor-এর Magic V2 ফোনটি Samsung Galaxy Z Fold5 এবং Google এর Pixel Fold-কে টেক্কা দিতে পারবে কি না সেটাই দেখার বিষয়। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে Honor Magic V2 ফোনটি ইউরোপে বিক্রি শুরু হবে।
ইউরোপে একবার চালু হয়ে গেলে ভারতেও খুব শীঘ্রই চলে আসবে বলে মনে করা হচ্ছে। নিম্নে এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
Honor Magic V2-এর স্পেসিফিকেশন (Honor Magic V2 Specifications)
নতুন লঞ্চ হওয়া Honor Magic V2 2024-এ QHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে রয়েছে। এতে ৭.৯২-ইঞ্চি ফোল্ডেবল OLED প্যানেল সহ Honor Magic V2 9.9mm পাতলা এবং ২৩১গ্রাম ওজনের স্পেসিফিকেশন রয়েছে। শুধু তাই নয় এই ম্যাজিক V2 তে একটি নতুন ডিজাইন করা হয়েছে।
ফোল্ডেবল সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে, এটি ৪০০,০০০ বার ব্যবহার করা যাবে। অর্থাৎ, যদি আপনি এটি দিনে ১০০ বার ব্যবহার করেন, তবে আগামীতে ১০ বছর পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারবেন।
Honor Magic V2-এর ফিচার (Honor Magic V2 Specifications Features)
এই ফোনের ফিচার অসাধারণ রয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। এর সর্বোচ্চ RAM 16GB পর্যন্ত এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ (Internal Storage) রয়েছে। এই ফোনটি হলো Android 13-ভিত্তিক MagicOS 7.2 কাস্টম স্কিনে চলবে।
স্মার্টফোনটির ব্যাটারি (Battery) ক্যাপাসিটি 5,000mAh-এর। এটি 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ট্রিপল রিয়ার (Triple Rear Camera) ক্যামেরা সেটআপ অর্থাৎ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 20MP টেলিফটো ক্যামেরা (Telephoto Camera) লেন্স রয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
চলতি মাসে ১৫ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে? দেখে নিন (Smartphones Under 15000)
Facebook Tips: আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখনই করে নিন এই কাজ, নইলে বিপদে পড়বেন!
X New Feature: এবার ‘এক্স’ platform-এ আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা Elon Mask-এর
WhatsApp-এ আসছে নতুন ফিচার, আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেসও
Airtel Airfiber নাকি Jio Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কোনটাতে পাবেন?
নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন