WhatsApp চ্যানেল কীভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি
WhatsApp Channel: অন্যান্য অ্যাপের মতোই WhatsApp ইউজারদের আরো ভালো সুবিধা প্রদান করার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে। তবে সম্প্রতি WhatsApp যে ফিচারটি নিয়ে এসেছে তাতে ইউজারদের চোখ একেবারে ছানাবড়া। হোয়াটসঅ্যাপ এইবার চ্যানেল (WhatsApp channel) নামে একটি নতুন ফিচার চালু করেছে। অনেক বড় বড় সেলিব্রেটিরাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করেছেন।
এই ফিচার থেকে আপনি সবথেকে ভালো যে সুবিধাটি পাবেন সেটি হল আপনার প্রিয় অভিনেতা ও অভিনেত্রীর খবর হোয়াটসঅ্যাপে এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তবে এই ফিচারটি চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষ নিজস্ব চ্যানেল তৈরি করার ব্যাপারে প্রশ্ন তুলেছে।
আপনিও চাইলে হোয়াটসঅ্যাপে (WhatsApp) নিজের একটি চ্যানেল তৈরি করে নিতে পারেন এর জন্য আপনাকে সহজ কিছু ট্রিক্স অনুকরণ করতে হবে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
হোয়াটসঅ্যাপে চ্যানেল (WhatsApp Channel) তৈরি করতে হলে আপনার একটি WhatsApp বিজনেস অ্যাকাউন্ট (WhatsApp Business Account) থাকতে হবে।
আপনার ফোনে WhatsApp-এর লেটেস্ট ভার্সন থাকবে।
এর সঙ্গে সঙ্গে আপনার WhatsApp-এ অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন (Two-step verification) চালু থাকা আবশ্যক। এটি আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের থেকে হাইড রাখবে এবং আপনার ব্যক্তিগত তথ্য অন্য কেউ হস্তগত করতে পারবে না।
হোয়াটসঅ্যাপে নিজের চ্যানেল তৈরি করবেন কীভাবে? (How to Create WhatsApp Channel?)
- এর জন্য প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে।
- সেখান থেকে আপডেট ট্যাবে যাওয়ার পর + আইকনে ক্লিক করতে হবে।
- এতে New Channel অপশনটি ওপেন হবে, সেটাতে ক্লিক করতে হবে।
- এরপর Get Started-এ ক্লিক করতে হবে। সেখানে on-screen instructions-এ লেখা সমস্ত নিয়ম কারণ গুলি মেনে চলতে হবে।
সেখানে যাওয়ার পর আপনার চ্যানেলের একটি নাম দিয়ে নিজস্ব একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে আপনার চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন। তবে এই ফিচারটি যদি দেখতে না পান তাহলে এর জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ এই ফিচারটি চালু করা হলেও এখন সমস্ত ব্যবহারকারীদের জন্য এটা উপলব্ধ হয়নি।
তাই এর জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আশা করা যায় খুব শীঘ্রই WhatsApp এই নতুন ফিচারটিও চালু করে দেবে, আর তারপর আপনি নির্বিঘ্নে আপনার চ্যানেল ক্রিয়েট করতে পারবেন।
আরও পড়ুন:
👉 Free-তে বাড়ি বাড়ি WiFi লাগাচ্ছে Reliance Jio, দেওয়া হচ্ছে ধামাকা অফার
👉 সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন একবার রিচার্জ করলেই! BSNL-এর এই প্ল্যান জেনে নিন
👉 Jio Recharge Plan: মাত্র ১২৩ টাকায় এক মাস ফ্রি কল, সাথে ১৪GB ডেটা
👉 Mobile Tips: মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করুন এই উপায়ে, ডিলিট হবে না ফোনের কোনও তথ্য
👉 দিন ফুরতে না ফুরতেই শেষ হয়ে যাচ্ছে দৈনিক ডেটা? ফোনের এই সেটিং এখনই বদলে ফেলুন
👉 Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে