দিন ফুরতে না ফুরতেই শেষ হয়ে যাচ্ছে দৈনিক ডেটা? ফোনের এই সেটিং এখনই বদলে ফেলুন
বর্তমানে স্মার্টফোন (Smart Phone) আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন (Mobile) ছাড়া কারো একদিনও চলে না। তবে একটি সমস্যা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায় সেটি হল আমাদের ফোনের দৈনিক ডেটা (Daily Internet) খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। যার জন্য আমাদের প্রায় প্রতিদিনই অতিরিক্ত ডাটা রিচার্জ (Data Recharge) করতে হয়। এটি অনেকের কাছে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
দৈনিক ১ জিবি বা ২ জিবি ডেটা, কিছু না করেই নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। অনেকে এই সমস্যা থেকে সমাধান পেতে চান। কিন্তু কোন রাস্তা খুঁজে পান না। অনেকে ভাবেন যে এটি হয়তো সিমের সমস্যা। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যেটি ফলো করলে আপনার ফোনের দৈনিক ডেটা কম শেষ হবে। চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
ফোনে ডেটা দ্রুত কেন শেষ হয়?
স্মার্টফোনে (Smart Phone) এমন অনেক সিকিউরিটি ফিচার রয়েছে যেগুলি অটোমেটিক আপডেট হতে থাকে। অধিকাংশ মানুষই তাদের ফোনে এই অটোমেটিক আপডেট অন করে রাখেন, ফলে নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে আপডেট করতে থাকে। এই বিষয়টা আপনি বুঝতে পারেন না ঠিকই, কিন্তু এতে আপনার ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়। এইজন্য আপনার ফোনের ডেটা যাতে কম খরচ হয় সেজন্য এই ফিচারটি আপনাকে প্রথমে বন্ধ করতে হবে।
কীভাবে এই অটোমেটিক আপডেট বন্ধ করবেন?
- আপনার ফোনের এই অটোমেটিক আপডেট বন্ধ করার জন্য প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে।
- এরপরে অ্যাপ অপশনটিতে যেতে হবে।
- এরপরে আপনার ফোনের সেই সমস্ত অ্যাপ গুলি সিলেক্ট করুন যেগুলি আপনি আপডেট করতে চান না, বা যদি আপনি আপডেট করতে চান তাহলে তার জন্য যেনো নোটিফিকেশন আসে, কিন্তু নিজে থেকেই সেই অ্যাপগুলি আপডেট না হয়।
- এরপর মোবাইল ডাটাতে ক্লিক করুন এবং ‘Allow background data usage’ অপশনটিকে ক্লিক করে, সেটি বন্ধ করে দিন।
আপনার ফোনে থাকা অ্যাপ আপডেট এর এই ফিচারটি বন্ধ করে দিলে ডাটা কম খরচ হবে। আর দিনের কম সময়ের মধ্যে আপনার দ্রুত ইন্টারনেট (Internet) শেষ হবে না।
আরও পড়ুন:
👉 Mobile Tips: মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করুন এই উপায়ে, ডিলিট হবে না ফোনের কোনও তথ্য
👉 Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে
👉 Telegram-এর এই ভার্সন ভুলেও ডাউনলোড করবেন না, চুরি কোটি কোটি লোকের তথ্য!
👉 Toyota Hilux: ধোঁয়ার না বেরিয়ে বেরোবে জল! দূষণহীন গাড়ি এনে বিশ্বকে অবাক করলো টয়োটা
👉 Hello UPI: এবার মুখে বললেই UPI-তে টাকা ট্রান্সফার হয়ে যাবে! কি ভাবে? জেনে নিন