Android Device Security: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ভারত সরকারের সতর্কবার্তা, কোথায় বিপদ? কী ভাবে সুরক্ষিত থাকবেন?
(১/৮) অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের উদ্দেশ্যে ভারতের সাইবার এজেন্সি কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ইন ইন্ডিয়া (CERT-In) একটি সতর্ক বার্তা জারি করেছে। এই সংস্থার মতে অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সান ১১, ১২.৫.১২.এল এবং ১৩ -এর মধ্যে বেশ কয়েকটি সমস্যা খুঁজে পাওয়া গিয়েছে।
(২/৮) এইসব ভার্সনের ব্যবহারের ফলে ইউজাররা সমস্যায় পড়তে পারে বলে জানিয়েছে CERT-In– এর সাইবার বিশেষজ্ঞরা। কারণ এর মাধ্যমে জালিয়াতকারীরা ইউজারদের ব্যক্তিগত ও বিভিন্ন গোপন তথ্য গুলি হ্যাক করে নিতে পারে। এগুলো ছাড়াও তারা অন্যান্য পন্থা অবলম্বন করতে পারে, যেমন নির্দিষ্ট ডিভাইস নিশানা করে সেখানে ইউজারদের তরফ থেকে পরিষেবা নেওয়ার কথা অস্বীকার করে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে পারে।
(৩/৮) আর এই জন্যই ইউজারদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে CERT-In জানিয়েছে যে, অ্যান্ড্রয়েড ভার্সনের অপারেটিং সিস্টেমে আর্ম কম্পোনেন্ট, Unisoc কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম আপডেট, ফ্রেমওয়ার্ক, সিস্টেম, মিডিয়াটেক কম্পোনেন্ট, কোয়ালকম কম্পোনেন্ট এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্ট– এর মধ্যে কিছু ত্রুটি রয়েছে।
(৪/৮) আর এই সব ত্রুটি থাকার কারণে হ্যাকাররা খুব সহজেই arbitrary code, বিভিন্ন গোপন তথ্য এইগুলি হ্যাক করে নিতে পারে। সাইবার বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছে। আর এই সমস্যা গুলি দ্রুত বেড়ে যাওয়ার কারণে এর ফলে ভুক্তভোগী হচ্ছে বিভিন্ন অ্যান্ড্রয়েড গ্রাহক। তবে দুটি বিষয় ইতিমধ্যে চিহ্নিত করা গেছে সেগুলি হল CVE-2023-4863 এবং CVE-2023-4211। এই বিষয়গুলি দ্বারা জালিয়াতকারীরা ইউজারদের পরিচালনা করছে বলে অনুমান করা হচ্ছে।
নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস সুরক্ষিত রাখবেন কীভাবে? (How to Secure Android Device?)
(৫/৮) এই সমস্ত সাইবার জালিয়াতের হাত থেকে বাঁচতে হলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস গুলি আপডেট রাখতে হবে। আপনি যেই অ্যান্ড্রয়েড ভার্সনটি ব্যবহার করেন তার নতুন কোন আপডেট লঞ্চ হয়েছে কিনা সেই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। যদি নতুন কোন আপডেট আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটি আপডেট করে নিবেন, না হলে হ্যাকাররা এই সুযোগ কাজে লাগাতে পারে।
(৬/৮) তবে এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেটের ক্ষেত্রেই নয় আপনার ডিভাইসের ম্যানুফ্যাকচারার অর্থাৎ নির্মাণকারী সংস্থা যদি কোনও সিকিউরিটি আপডেট লঞ্চ করে তাহলে সেই দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার ডিভাইস সুরক্ষিত রাখতে চাইলে আপনি ডিভাইস নির্মাণকারী সংস্থার সাহায্য নিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সিকিউরিটি ফিচারের লেটেস্ট আপডেট যুক্ত করতে পারেন। এতে আপনার ফোন সুরক্ষিত থাকবে এবং ঝুঁকির পরিমাণ কমে যাবে।
অ্যান্ড্রয়েড ডিভাইসের অপারেটিং সিস্টেম ভার্সানে লেটেস্ট আপডেট রয়েছে কি না সেটি কীভাবে বুঝবেন?
(৭/৮) আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অপারেটিং সিস্টেম ভার্সনে নতুন কিছু আপডেট এসেছে কিনা সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এর একটি পদ্ধতি রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে নতুন কিছু আপডেট আপনার ফোনে এসেছে।
(৮/৮) আপনার ডিভাইসের মধ্যে সেটিংস ফিচারে নতুন ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সন নম্বর সিকিউরিটি আপডেট লেভেল এবং গুগল প্লে সিস্টেম লেভেল দেখতে পাবেন। এখান থেকে আপনার ফোনে নতুন আপডেট এসেছে কিনা তা বুঝতে পারবেন। নতুন আপডেট লঞ্চ হলে আপনার কাছে নোটিফিকেশন আসবে।
আরও পড়ুন:
👉 আর মাত্র ৫ দিন! ২৪ অক্টোবর থেকে যে সব ফোনে আর WhatsApp চলবে না, তালিকা দেখে নিন
👉 Google Chrome-এর ব্যবহার নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, নিজের ফোন-ল্যাপটপ কী করে নিরাপদে রাখবেন?
👉 Google Search Mistake: ভুলেও এসব জিনিস গুগলে সার্চ করবেন না, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ!
👉 Smart Phones: দুর্দান্ত ক্যামেরা সহ অ্যামাজন সেলে ২০ হাজারের কমে পাবেন যে ফোনগুলি
👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো