iQOO 12 লেটেস্ট Android 14 এর সাথে লঞ্চ হতে চলেছে, জানুন কবে আসছে ভারতে
iQOO 12: কিছুদিন আগে iQOO 12 মোবাইল ফোনের সিরিজটি চীনের বাজারে এসেছে। তবে এখন এই সিরিজের ফোনটি আসতে চলেছে ভারতে। যেটি আগামী ১২ ডিসেম্বর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। মুক্তির আগেই iQOO 12 সংস্থাটি ভারতীয়দের জন্য এই মডেলটির তথ্য প্রকাশ করলো। জেনে নিন এই iQOO 12 ফিচারস এবং স্পেসিফিকেশন সমন্ধে সমস্ত তথ্য।
আইকিউ ভারতের পক্ষে বর্তমানে X প্ল্যাটফর্মে একটি পোস্ট অনুসারে, iQOO 12 Android 14-এর বেস Funtouch OS 14 বাজারে আসবে। যদিও Google Pixel ৮ সিরিজ ছাড়া অন্য সিরিজ ভারতের বাজারে আসেনি। ফোনটিতে আছে ২টি রং। একটি ব্ল্যাক এবং অন্যটি লিজেন্ড এডিশন( হোয়াইট)। খবর অনুযায়ী ২টিই আসতে পারে ভারতে।
iQOO 12 এর ফিচার এবং স্পেসিফিকেশন
iQOO 12 মোবাইলে আছে ১২৬০ × ২৮০০ পিক্সেল রেজেলিউশন যুক্ত ৬.৭৫ ইঞ্চির ফ্ল্যাট Amoled ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। এই ফোনে উপলব্ধ আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট প্রসেসর। এতে আছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ এর সুবিধা।
ক্যামেরা কোয়ালিটি:
iQOO 12 মোবাইলটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেন্সর। একটি ৬৪ এমপি পেরিস্কোপ টেলিফোন ক্যামেরা। অন্য দুটি ৫০ এমপি মেইন ক্যামেরা ও ৫০ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। সেলফির সুবিধার জন্য মোবাইলটিতে আছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি সাপোর্ট:
মোবাইলটিতে উপলব্ধ আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সিস্টেম। তার সাথে ১২০ ওয়াড অবধি ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা। মোবাইলটি কার্যকরী হবে অ্যান্ড্রয়েড ১৪-এর উপর ভিত্তি করে Originos4 কাস্টম ইউজার ইন্টারফেসে।
আরও পড়ুন:
👉 Samsung S20 FE 5G ফোন ৩০,০০০ টাকা এক ঝটকায় সস্তা, এই ভাবে সুযোগ নিন
👉 Vespa Scooter: এই স্কুটার উড়িয়ে দিত ট্যাঙ্ককেও! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!
👉 Apple iPhone 16 Pro-র ক্যামেরার চমক দেখবে বিশ্ব, এই ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা
👉 সুপারফাস্ট প্রসেসর, কাঁচের মতো ক্যামেরা সহ Samsung-এর এই মোবাইল মিলবে আকর্ষণীয় দামে
👉 GPay করার আগে এই অ্যাপ খুললেই বিপদ! গ্রাহকদের সতর্ক করল Google