এবার ইন্টারনেট চলবে ৩ গুণ বেশি স্পীডে! Jio-এর নতুন অফার জেনে নিন
Jio AirFiber Plus Dhan Dhana Dhan Offer: Reliance Jio সংস্থার তরফ থেকে AirFiber Plus গ্রাহকদের জন্য চালু করা হয়েছে AirFiber Plus Dhan Dhana Dhan অফার। এই অফারে নতুন এবং বর্তমান গ্রাহকদের ৬০ দিন ব্যবহার করতে পারবেন বিনামূল্যে তিনগুণ বেশি দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। IPL টুর্নামেন্ট উপলক্ষে AirFiber Plus অফার চালু করা হয়েছে। এর মাধ্যমে আপনি বিনামূল্যে JioCinema অ্যাপে স্ট্রীম করতে পারবেন। অফারটি সম্পর্কে জানুন বিস্তারিত।
Jio AirFiber Plus Dhan Dhana Dhan Offer:
১. আপনি Jio AirFiber Plus Dhan Dhana Dhan অফারে পাবেন দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
২. Jio সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে, এই অফারের আওতাভুক্ত গ্রাহকরা পাবেন ৩ গুণ দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা।
৩. এই অফারটি দেশব্যাপী সকল নতুন এবং বর্তমান গ্রাহকদের জন্য প্রযোজ্য। চলতি বছর ১৬ মার্চ থেকে অফারটি শুরু হয়েছে যেটি চলবে ৬০ দিন অবধি।
৪. গ্রাহকরা Jio AirFiber Plus কানেকশন নেওয়ার পর রিচার্জ করলে এই অফারটি কার্যকরী হয়ে যাবে।
৫. বর্তমান গ্রাহকদের স্পীড আপডেট সম্পর্কিত একটি কনফার্মেশন বার্তা মেইল অথবা ম্যাসেজের মাধ্যমে পাঠানো হবে।
আরও পড়ুন👉: ১০ হাজারের কমে 5G ফোন কিনতে চান? Poco-র এই ফোনে আছে 50MP ক্যামেরা সহ অনেক কিছু কিছু
৬. এই অফারের সুবিধা কেবলমাত্র সেই সকল গ্রাহকরা পাবেন যারা ৬ মাস বা ১২ মাসের জন্য Jio AirFiber Plus প্ল্যান রিচার্জ করেছেন।
এই স্পীড বুস্টার অফারটি উপভোগ করতে পারবেন সেই সকল গ্রাহকরা, যারা ৫ জি বেস FWA টেকনোলজি ব্যবহার করেন তারা। কিন্তু এই অফারটি Jio ৫জি সিমকার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেবলমাত্র Jio 5G Fibre FTTH গ্রাহকদের জন্য এই অফারটি।
আরও পড়ুন👉: Samsung Galaxy M55 ও Galaxy M15 5G ভারতে কবে লঞ্চ হবে? এর স্পেসিফিকেশন কী?
IPL টুর্নামেন্টে দ্রুতগতি ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের ম্যাচ দেখার দারুন এক্সপিরিয়েন্স প্রদান করায় হল জিও কোম্পানির উদ্দেশ্য। JioCinema অ্যাপে বিনামূল্যে ৪ হাজার রেজোলিউশনে স্ট্রিম করতে পারবে। গ্রাহকরা 4K-তে দেখতে পারবেন IPL টুর্নামেন্ট।