Smartphone Tips: মোবাইলে ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে? তাহলে বদলে ফেলুন এই সেটিং, মুহূর্তে সুপারফাস্ট হবে
বর্তমান সময়ে মোবাইল হল সবার নিত্য সঙ্গী। অনলাইন অফলাইন থেকে শুরু করে বিভিন্ন কাজই মোবাইলের দ্বারা হয়ে থাকে। অফলাইনের বিভিন্ন কাজে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে করতে পারি। তবে স্মার্ট ফোন চালাতে গেলে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটি হলো ইন্টারনেট (Internet)।
আবার সব জায়গায় এই ইন্টারনেট ঠিক ঠাক পাওয়া যায় না। সম্প্রতি Airtel এবং Jio-এর 5G পরিষেবা শুরু হয়েছে। কিন্তু সমস্ত জায়গায় এই পরিষেবাটি এখনো উপলব্ধ হয়নি তাই এখনো অধিকাংশ মানুষ ইন্টারনেটের সমস্যায় ভুগছে।
আজকে এ প্রতিবেদনে আমরা আপনাদের কয়েকটি পদক্ষেপের ব্যাপারে জানাবো যেগুলি অবলম্বন করলে আপনারা ইন্টারনেট সমস্যা থেকে কিছুটা সমাধান পেতে পারেন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা কমে যাবে এবং ইন্টারনেট খুব দ্রুত গতিতে চলবে। এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
যদি আপনার ইন্টারনেট দ্রুত না চলে তাহলে আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে পারেন –
- আপনার ইন্টারনেট স্লো চললে আপনি প্রথমে যে কাজটি করতে পারেন সেটি হল আপনার ডাটা অফ করতে পারেন। অবাক লাগলো সত্যি কারণ অনেক সময় যখন আমাদের ফোনের নেট ঠিক মতো কাজ করে না, তখন সেটিকে বন্ধ করে আবার চালু করলে নেটওয়ার্ক কানেকশন পুনরায় সেট করতে সাহায্য করতে পারে৷
- তবে এই পদ্ধতিটি অবলম্বন করেও যদি ইন্টারনেট স্লো চলতে থাকে তবে এরপরে আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে আশা করা যায় আপনার ইন্টারনেট দ্রুত চলতে থাকবে। এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা এয়ারপ্লেন মোড চালু এবং বন্ধ করুন। ফোনে থাকা এই সেটিংস ইন্টারনেট কানেকশন ঠিক করতে সাহায্য করে।
- আপনার এই পদ্ধতিটিও যদি কাজ না করে তাহলে আপনার ফোনটি কিছু সময়ের জন্য সুইচ অফ করে পুনরায় অন করতে পারেন। এতে আপনার ফোনের কানেকশন ঠিক হয়ে যাবে।
- তবে উপরিউক্ত পদ্ধতিগুলো গ্রহণ করেও যদি কোন কাজ না হয় তাহলে আরেকটি পদ্ধতি গ্রহণ করতে পারেন। অনেক সময় আমাদের ফোনে সিমে সমস্যা হয়ে থাকে। এর জন্য ফোনের Settings-এ গিয়ে নেটওয়ার্ক চেক করুন। যদি সেখানে টাওয়ার না দেখা যায় তাহলে ধরে নিতে হবে আপনার সিমে সমস্যা রয়েছে। এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হল সিম কার্ডটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে এটি পরিষ্কার করুন এবং এটি ফোনে পুনরায় ঢোকান। এতে আশা করা যায় আপনার ফোনের সমস্যা মিটে যাবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
এ বার লক্ষ্য ‘চন্দ্রযান-৪’! চন্দ্র অভিযানের পরবর্তী ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ISRO?
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই