মাত্র ১০,০০০ টাকার বাজেটে লঞ্চ হল সস্তা Moto G04s মোবাইল, এতে 50MP ক্যামেরা সহ আর কী কী রয়েছে?
Moto G04s: এরমধ্যে Motorola সংস্থার তরফ থেকে বাজারে এসেছে ‘G’ সিরিজের নতুন স্মার্টফোন Moto G04s। সংস্থার পক্ষ থেকে ফোনটি ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পূর্বেই সামনে এসেছে। তবে এবার সামনে এলো Moto G04s স্মার্টফোনটির দাম। সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট ফোনটি ১০ হাজার টাকা দামের সস্তা বাজেট বাজার আত্মপ্রকাশ করতে চলেছে।
Moto G04s ফোনের স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
Moto G04s ফোনটিতে উপলব্ধ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫৬ ইঞ্চির HD+ ডিসপ্লে। যার রেজোলিউশন ১৬১২×৭২০ পিক্সেল। কোনটিতে রয়েছে IPS LCD প্যানেল যুক্ত পাঞ্চ-হোল স্ক্রীন। এছাড়াও রয়েছে স্ক্রিনে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
ক্যামেরা (Camera):
সংশ্লিষ্ট ফোনটিতে ফটোগ্রাফির ব্যাক প্যানেলে জন্য রয়েছে ৫০ এমপি সেন্সর ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য সামনে রয়েছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
প্রসেসর (Processor):
Moto G04s স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ১.৬ গীগাহার্টজ ক্লক গতি সম্পন্ন Unisoc T606 processor। সংশ্লিষ্ট কোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের কাজ করতে সক্ষম।
আরও পড়ুন👉: মাত্র ৭,৯৯৯ টাকাতেই 50MP Camera সহ Samsung Smartphone পাওয়া যাবে! রইলো বিস্তারিত
স্টোরেজ (Storage):
Moto G04s স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র্যাম এবং ৮ জিবি ফিজিক্যাল র্যাম। ফোনটিতে উপলব্ধ রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা।
ব্যাটারি (Battery):
Moto G04s ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জিং সুবিধার জন্য রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
অন্যান্য (Others):
Moto G04s ফোনটি বাজারে আত্মপ্রকাশ করেছে Water-Repellent ডিজাইন সহ। এছাড়াও সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে NFC, 3.5mm jack, Bluetooth 5.0, 4G VoLTE, Dual SIM এবং Dolby Atmos speaker ফিচারস।
Moto G04s ফোনের দাম:
Moto G04s স্মার্টফোনটি মুক্তি পেয়েছে জার্মান বাজারে। সংশ্লিষ্ট ফোনটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১১৯ EUR ভারতীয় মুদ্রায় যেটি হয় ১০,৬৫০ টাকা। সংশ্লিষ্ট ফোনটি জার্মান বাজারে Concord Black, Satin Blue, Sea Green এবং Sunrise Orange ৪টি কালার আত্মপ্রকাশ করেছে। অনুমান করা হচ্ছে মোটোরোলা সংস্থার তরফ থেকে দ্রুত এই ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করা হবে।