50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G54 5G, এর দাম কত? | Moto g54 5G Price, Specs Review in Bengali

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Moto G54 5G: ইতিমধ্যেই ভারতে 5g ফোন চলে এসেছে। বিভিন্ন মোবাইল কোম্পানি গুলি 5g ফোন লঞ্চ করেছে। আর অন্যান্য কোম্পানিগুলির মতোই সম্প্রতি মোটোরোলা ভারতে একটি নতুন 5G ফোন লঞ্চ করেছে। ফোনটি ভারতের লঞ্চ হয়েছে Moto g54 5G নামে।

এর দাম নির্ধারিত হয়েছে ২০ হাজার টাকারও কম। এই ফোনে 12GB RAM, 256GB স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং ৬.৫ ইঞ্চির ডিসপ্লের মতো ফিচার রয়েছে। নিম্নে এই ফোনটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

Moto g54 5G-এর বিবরণ (Moto g54 5G Details)


Moto g54 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
ফোনটির 8GB RAM + 128GB ভেরিয়েন্টের দাম হলো ১৫,৯৯৯ টাকা
এই ফোনের টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ সহ ১৮৯৯৯ টাকা দামে পেশ করা হয়েছে।
Moto g54 5G ফোনটি আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট, এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।


কোম্পানির পক্ষ থেকে নতুন এই ফোনটির দামে লঞ্চ অফারও পাওয়া যাচ্ছে। এই অফার অনুযায়ী যদি আপনি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ১৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এর সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল ১৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
এই ফোনটি তিনটি কালারে লঞ্চ করা হয়েছে। কালার গুলি হল – মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রীন কালার

Moto g54 5G এর স্পেসিফিকেশন (Moto g54 5G Specs)

এই ফোনের স্পেসিফিকেশন (Moto g54 5G Specifications) সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হল-

ডিসপ্লে (Moto g54 5G Display)

moto g54 5G ফোনটিতে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে আছে ফুল এইচডি+ 2400 x 1080 পিক্সেল রেজলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশরেট

প্রসেসর (Moto g54 5G Processor)

এই ফোন প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০২০ প্রসেসর রয়েছে। 2.2Ghz ক্লক স্পীডে এটি কাজ করে। ভিএক্সএম-8-256 জিপিইউ এর সঙ্গে যোগ করা হয়েছে।

স্টোরেজ (Moto g54 5G Storage)

দুটি স্টোরেজ মডেলে এই ফোনটি লঞ্চ পেশ করা হয়েছে। 8GB12GB RAM এর সঙ্গে 128GB256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ব্যাটারি (Moto g54 5G Battery)

Moto g54 5G ফোনের ব্যাটারি 6000mAh

ক্যামেরা (Moto g54 5G Camera)

এর ক্যামেরা দারুন ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ম্যাক্রো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

অন্যান্য (Other Specs)

Moto g54 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, IP52 রেটিং এবং ডুয়েল স্টেরিস্পিকার দেওয়া হয়েছে।

ওএস (Operating System)

মোটোরোলার নতুন এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করে।

Moto g54 5G Price, Specs Review

ওজন এবং ডায়মেনশন (Weight and Dimensions)

এই ফোনের ওজন হলো ১৯২ গ্রাম এবং ডায়মেনশন 161.56 x 73.82 x 8.89mm

আরও পড়ুন:

👉 Realme narzo 60x 5G | 12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন

👉 ৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, হাতছাড়া করবেন না এই সুযোগ

👉 এবার UPI লেনদেনে নতুন সুবিধা, এই বড় ঘোষণা করলো RBI

👉 বদলে যাচ্ছে WhatsApp-এর চেহারা! কী কী পরিবর্তন আসছে? জেনে নিন এখনই

👉 Realme C51৯০০০ টাকারও কমে রিয়েলমি ভারতে লঞ্চ করল নতুন ফোন, এইসব ফিচার পাবেন ফোনটিতে

👉 Honda Elevateহন্ডার প্রথম SUV এল ভারতে, জেনে নিন এই গাড়ির দাম, ফিচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *