এবার আটকানো ছাড়াই ট্রেনে-বাসে লাইভ IPL ম্যাচ দেখুন, Jio আনল দুর্দান্ত অফার
Reliance Jio সংস্থার তরফ থেকে AirFiber Plus গ্রাহকদের জন্য চালু করা হয়েছে Dhan Dhana Dhan অফার। এর ফলে গ্রাহকরা ৩গুন গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই অফারে Jio AirFiber Plus গ্রাহকরা তিনগুণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৬০ দিনের জন্য। উক্ত সংস্থার তরফ থেকে কেন এই বিশেষ অফারটি চালু করা হলো জানুন বিস্তারিত।
IPL 2024 টুর্নামেন্ট উপলক্ষে জিওর অফার:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)-এর টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। জিও গ্রাহকরা বিনামূল্যে Jio Cinema-তে দেখতে পাবেন আইপিএল টুর্নামেন্ট। সেজন্যই Jio Cinema-তেযে সমস্ত গ্রাহকরা IPL খেলা দেখবেন তারা ৩গুণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। Jio সংস্থার বর্তমান AirFiber Plus গ্রাহকরা এবং নতুন গ্রাহকরাও এই তিনগুণ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।
Jio সংস্থার এই প্ল্যানটি নাম স্পিড বুস্টার (Speed Booster)। রিলায়েন্স জিও কম্পানির তরফ থেকে মার্চ মাসের ১৬ তারিখ থেকে শুরু হয়েছে এই বিশেষ অফারটি যেটি চলবে ৬০ দিন অবধি। এই অফারে গ্রাহকরা ইন্টারনেট স্পিড কত পাবেন জানুন এই প্রতিবেদনে।
ইন্টারনেট ব্যবহারের গতি হবে তিন গুণ:
কোনো গ্রাহক যদি ৩০Mbps গতি সম্পন্ন একটি প্ল্যান কেনেন সেক্ষেত্রে তিনি ১০০Mbps-এর দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। যদি কোন গ্রাহক ১০০Mbps গতি সম্পন্ন একটি ইন্টারনেট প্ল্যান কেনেন তবে তিনি ৩০০Mbps-এর দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন👉: হোলির ধামাকা অফার! ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে এই কোম্পানি! ফায়দা নিতে জেনে নিন
যদি কোন গ্রাহক ৩০০Mbps গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা কেনেন তবে তিনি পাবেন ৫০০Mbps গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যদি কোনো গ্রাহক ৫০০Mbps গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা কেনেন সেক্ষেত্রে তিনি পাবেন ১Gbps গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
JioFiber গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান করলে স্পিড বুস্টার প্ল্যানের আপগ্রেড হতে পারবেন। তবে এ কথা স্মরণে রাখবেন যে, বুস্টার স্পিড প্লানের সুবিধা তারাই পাবেন যারা Jio AirFiber Plus-এর ৬ মাস এবং ১২ মাসের সাবস্ক্রিপশন প্ল্যান কিনবেন।
আরও পড়ুন👉: শীঘ্রই লঞ্চ হতে পারে 12 জিবি RAM সহ Infinix GT 20 Pro, জেনে নিন এর স্পেসিফিকেশন সহ বিস্তারিত