২৯ ফেব্রুয়ারি দুর্দান্ত ফোন আনছে Oppo, ধামাকাদার ক্যামেরা সহ আর কী কী পাবেন?
(১/৮) Oppo F25 Pro 5G Price in India, Specifications: বর্তমানে মানুষ স্মার্টফোনে ভালো ব়্যাম, ফাস্ট চার্জিং এবং তুখোড় ক্যামেরা খোঁজ করেন। মানুষের এই বর্ধিত চাহিদার উপর ভিত্তি করেই বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo F25 Pro 5G স্মার্টফোন। সংস্থার তরফ থেকে চলতি মাসের ২৯ তারিখে ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। জনপ্রিয় অনলাইন সেলিং প্ল্যাটফর্ম Amazon থেকে ফোনটি কিনতে পারবেন।
(২/৮) প্রাথমিক অবস্থায় জানা যায় যে উক্ত মডেলটি Oppo Reno 11F স্মার্টফোনের রিমেক হিসাবে বাজারে আসতে চলছে। তবে সম্প্রতি Amazon প্ল্যাটফর্মে উক্ত ফোনটির একটি মাইক্রোসাইটও প্রস্তুত করা হয়েছে। Oppo F25 নতুন এই ফোনে কি কি ফিচারস এবং স্পেসিফিকেশন আছেন জানুন বিস্তারিত।
Oppo F25 Pro 5G ফোনের ফিচারস ও স্পেসিফিকেশন (Oppo F25 Pro 5G Specifications):
(৩/৮) ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে। উক্ত স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity ৭০৫০ প্রসেসর।
(৪/৮) এই স্মার্টফোনে থাকার সম্ভাবনা রয়েছে ৮জিবি LPDDR4x ব়্যাম এবং ২৫৬ জিবি UFS ৩.১ ইন্টারনাল স্টোরেজের। তবে এই ফোনে উপলব্ধ থাকছে দুর্দান্ত ক্যামেরা ফিচারস।
আরও পড়ুন: অবশেষে ভারতে লঞ্চ হল Nothing Phone 2a, জেনে নিন এর দাম এবং স্পেসিফিকেশন
(৫/৮) Oppo F25 Pro ফোনের ব্যাক প্যানেলে থাকছে ৬৪ এমপি ওমিনিভিশন ক্যামেরা সেন্সর। ৮ এমপি আল্ট্রা ওয়াইল্ড লেন্স ক্যামেরা সেন্সর। সঙ্গে থাকছে ২ এমপি ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য থাকছে ৩২ এমপির Sony IMC৬১৫ ক্যামেরা সেন্সর। উক্ত ফোনের ক্যামেরাতে থাকছে AI ফিচারস।
(৬/৮) Oppo F25 Pro ফোনে উপলব্ধ থাকবে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। স্মার্টফোনটি বাজারে আত্মপ্রকাশ করছে IP65 রেটিং নিয়ে। ডিসপ্লেতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। উক্ত ফোনটিতে রয়েছে NFC সাপোর্টের সুবিধা। বক্সি ডিজাইন যুক্ত হবে পারে এই ফোনটি।
আরও পড়ুন: 84 দিন ফ্রি পাবেন Netflix, প্রচুর 5G ডেটা, সাথে মিলবে আনলিমিটেড কল!
Oppo F25 Pro ফোনের সম্ভাব্য দাম (Oppo F25 Pro 5G Price in India):
(৭/৮) Oppo সংস্থার তরফ থেকে এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনেক টেক রিপোর্টে Oppo F25 Pro ফোনের কেমন দাম হবে তার কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারতীয় বাজারে Oppo F25 Pro ফোনের দাম হতে পারে ৩০,০০০ টাকা। তবে ২৯ ফেব্রুয়ারি ফোন মুক্তির দিনই (Oppo F25 Pro 5G Launch Date) ফোনটির আসল বাজার মূল্য এবং কবে থেকে ফোনটি কিনতে পারবেন সেই সম্পর্কে জানা যাবে।
(৮/৮) তবে আপনি ফোনটি অনলাইন সেলিং প্ল্যাটফর্ম Amazon থেকে ফোনটি কিনতে পারবেন। আপনি সেখানে পাবেন অনেক ব্যাংক ছাড়ও। তবে আপনি অফলাইন Oppo রিটেল স্টোর থেকেও ফোনটি কিনতে পারবেন।