৩১শে ডিসেম্বরের আগে দ্রুত রিচার্জ করুন, ১০০০ টাকা আপনাকে দেবে Jio!
(১/৬) নতুন বছর উঁকি মারছে, আর মাত্র ৩ দিনের অপেক্ষা। আর তার আগেই সমস্ত কোম্পানিগুলি তার গ্রাহকদের দিচ্ছে নতুন নতুন অফার। বর্তমানে টেলিফোন সংস্থাগুলিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার। নতুন বছর বা নিউ ইয়ার উপলক্ষে Jio গ্রাহকদের জন্য রিলায়েন্স সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে দুর্দান্ত ক্যাশব্যাক অফার।
(২/৬) বর্তমানে Jio রিচার্জ করে গ্রাহকরা পেতে পারেন ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। Jio এই অফারটি ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রদান করবে। আপনি যদি এই সুবিধা উপভোগ করতে চান তবে দ্রুত আপনি আপনার Jio নাম্বারে রিচার্জ করুন।
কীভাবে ১০০০ টাকার ক্যাশব্যাক পাবেন
(৩/৬) আপনি যদি একজন জিও গ্রাহক (Jio Customer) হয়ে থাকেন তবে আপনার Jio নাম্বারটিতে রিচার্জ (Recharge) করতে হবে। তবে এর জন্য আপনাকে Mobikwik, TatNeu-এর মত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম (Online Payment Platform) গুলি থেকে রিচার্জ করতে হবে। তবে আপনি যে প্ল্যাটফর্ম থেকে আপনার Jio নাম্বার রিচার্জ করবেন, আপনি ১,০০০ টাকা অবধি ক্যাশ ব্যাক (Cash Back) পেতে পারেন এই অফারটি Jio এর সমস্ত মোবাইল রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেই প্রযোজ্য।
একইসাথে আপনি এই অফারগুলির সুবিধা পাবেন
(৪/৬) আপনি যদি আপনার Jio নাম্বারটি Phone pay-এর মত অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে রিচার্জ (Recharge) করেন তবে আপনি ৪০০ টাকা অবধি রিওয়ার্ড পেতে পারেন। তবে এই অফারটি প্রথম এবং তৃতীয় রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি আপনি Paytm অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ (Mobile Recharge) করেন তবে আপনি ১,০০০ টাকা অবধি ক্যাশব্যাক (Cash Back) পেতে পারেন।
আরও পড়ুন👉: ভারতে লঞ্চ হল Samsung Galaxy A15 5G ও Galaxy A25, জেনে নিন এর দাম-ফিচার্স
(৫/৬) আপনি ১৩০০ টাকা অবধি রিওয়ার্ড পেতে পারেন। তবে এর জন্য আপনাকে JIOPTM এবং JIODEC কোড গুলির প্রয়োগ করতে হবে। Amazon Pay-এর মাধ্যমে রিচার্জ করলে ২৫০ টাকা অবধি supercash পাবেন। TataNeu অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করলে আপনি ৫০ টি NeuCoins পাবেন।
(৬/৬) আপনি যদি Mobikwik ZIP অফারে মোবাইল রিচার্জ করেন তবে ২৫ টাকা ক্যাশ ব্যাক পাবেন। Amazon-অ্যাপে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অফারে আপনি পাবেন মোবাইল রিচার্জে ২% ছাড়। Tata Neu HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি পাবেন ৫% নিও কয়েন।
আপনি Mobikwik ZIP অফারে ২৫ টাকা ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন। একইভাবে, Amazon-এ ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অফারে ২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। Tata Neu HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ নিও কয়েন দেওয়া হচ্ছে।