Republic Day Sale: ধামাকা অফার প্রজাতন্ত্র দিবসে! iPhone 15 নিতে পারবেন ১,৯৫৪ টাকা তে! এছাড়াও অনেক কিছু
Republic Day Sale 2024: বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Republic Day Sale-এ দিচ্ছে আকর্ষণীয় ছাড়। Flipkart এবং Amazon এই দুটি অনলাইন প্লাটফর্মে রিপাবলিক ডে সেল শেষ হলেও croma-তে চলছে রিপাবলিক ডে সেল। ২৮ জানুয়ারি অবধি চলবে এই ছাড়ের অফার। উক্ত সেলে আপনি মোবাইল ফোন (Mobile Phone), এসি (AC), ফ্রিজ (Fridge), টিভি (TV), ওয়াশিং মেশিন (Washing Machine), ল্যাপটপ (Laptop) সহ একাধিক দ্রব্যের উপর পাবেন আকর্ষণীয় ছাড়।
Croma থেকে আপনি অনেক কম মূল্যে Samsung, Redmi, Apple, Philips-এর দ্রব্য আরো একাধিক নামি দামি কোম্পানির দ্রব্য আপনি কিনতে পারবেন। এই রিপাবলিক ডে ছেলে আপনি iPhone 15-এর উপর পাবেন আকর্ষণীয় ছাড়। এছাড়াও পাবেন অতিরিক্ত ব্যাংক ছাড়।
Croma-তে Republic Day Sale-এ পান আকর্ষণীয় ছাড়:
Croma-তে রিপাবলিক ডে সেলে iPhone 15-এর ওপর পাবেন আকর্ষণীয় ছাড়। উক্ত ফোনের বেস মডেলটি আপনি পাবেন ৭৪,৯০০ টাকায়। আপনি iPhone 15-এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৭৯,৯০০ টাকা। আপনি চাইলে এই মডেলটি মাত্র ১,৯৫৪ টাকা প্রতি মাস EMI-তে কিনতে পারবেন। আপনি ২৮,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন Apple Watch SE 2023। যদিও উক্ত মডেল গুলির উপর আপনি অতিরিক্ত ব্যাংক ছাড়ও পাবেন।
Croma-তে রিপাবলিক ডে সেলে আপনি Redmi 13C 5G মডেলটি কিনতে পারবেন মাত্র ১২,৪৯৯ টাকায়। উক্ত সেল থেকে আপনি খুব কম দামে কিনতে পারবেন TV। এছাড়াও কোম্পানির তরফ থেকে ল্যাপটপ কেনার ওপর ৯,৯৯০ টাকা ছাড় প্রদান করা হচ্ছে। আপনি মাত্র ৯৯৯ টাকা EMI-তে কিনতে পারবেন এলজি আল্ট্রা এইচডি এলইডি টিভি।
১২,৪৯৯ টাকায় উপলব্ধ থাকছে Redmi 13C 5G ফোন:
Samsung-এর ফাইভ স্টার ফুল অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিনের দাম ২৫,৯৯০ টাকা। উক্ত ওয়াশিং মেশিনটি ১০ কেজি ক্ষমতা সম্পন্ন। Samsung-এর ফাস্ট ফ্রি ২৩৬এল ফ্রিজটি আপনি কিনতে পারবেন EMI-এর মাধ্যমে। উক্ত সেলে আপনি আরও পেয়ে যাবেন ডাইকিনের ইনভার্টার গরম এবং ঠান্ডা এসি(AC) EMI-এর মাধ্যমে তাও মাত্র ১,৮৯৯ টাকা থেকে শুরু।
৯৯৯ টাকা প্রতি মাস EMI-তে Sound bar:
Croma Republic Day Sale-এ দিচ্ছে সাউন্ড বারের উপর আকর্ষণীয় ছাড়। Croma থেকে আপনি মাত্র ৯,৯৯ টাকা EMI-তে কিনতে পারবেন সাউন্ড বার। IFB-সহ আরো একাধিক দ্রব্যে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। বর্তমানে আপনি যদি ভাবেন একটি গিজার কেনার কথা তবে এখান থেকে খুব সস্তায় সেটি কিনতে পারবেন। এছাড়াও এয়ার ফায়ারের ওপর পাবেন আকর্ষণীয় ছাড়।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ১০,০০০ টাকারও বেশি দাম কমে গেল Oppo Reno 11 5G ফোনের!কোথায় অর্ডার করবেন?