মাত্র ১৩,২৯৯ টাকা দামে লঞ্চ হল দুর্দান্ত Samsung galaxy M15 5G, জেনে নিন স্পেসিফিকেশন সহ বিস্তারিত
Samsung galaxy M15 5G: Samsung সংস্থার তরফ থেকে M সিরিজের Samsung galaxy M15 5G ফোনটি বাজারে আনা হয়েছে। সংশ্লিষ্ট ফোনটি ভারতীয় বাজারে গ্রাহক জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম Amazon এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন রিটেল আউটলেট থেকে কিনতে পারবেন। ১৩,২৯৯ টাকা দামের এই ফোনে আপনি পাবেন ৬০০০ mAh ব্যাটারি, MediaTek Dimensity ৬১০০+ প্রসেসর, Super AMOLED ডিসপ্লে এবং ৫০ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সংশ্লিষ্ট পন্টু সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং ফিচারস সম্পর্কে জানুন।
Samsung galaxy M15 5G ফোনের স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
Samsung galaxy M15 5G ফোনে উপলব্ধ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫ ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে। যেটির রেজোলিউশন ১০৮০×২৩৪০ পিক্সেল। এছাড়াও রয়েছে ১৯:৫:৯ আসপেক্ট রেশিও।
প্রসেসর (processor):
সংশ্লিষ্ট ফোনটিতে ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity ৬১০০+ প্রসেসর। এই ফোনটি 5G প্রসেসর গেমিং ছাড়াও সকল ধরনের স্মুথ প্রদর্শনে সক্ষম।
স্টোরেজ (Storage):
Samsung galaxy M15 5G ফোনটিতে রয়েছে স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট। একটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। অন্যটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
আরও পড়ুন👉: লঞ্চ হল মাত্র Jio-র ধামাকা রিচার্জ প্ল্যান! ৫৬ দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ডেটা ও কল
ক্যামেরা (Camera):
Samsung galaxy M15 5G ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর, আর একটি ৫ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা সেন্সর অন্যটি ২ এমপি ম্যাক্রো লেন্স ক্যামেরা। সংশ্লিষ্ট ফোনটিতে সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য রয়েছে ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৬০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ২৫ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম যুক্ত USB Type C-এর সাপোর্ট সিস্টেম।
আরও পড়ুন👉: Garena Free Fire Max Redeem Code: ডায়মন্ড জিতুন ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে
অন্যান্য (Others):
সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়েল 5G সিম সাপোর্ট। এছাড়াও রয়েছে WiFi, ব্লুটুথ সাপোর্ট সিস্টেম।
ওএস (OS):
Samsung galaxy M15 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। সংশ্লিষ্ট ফোনটিতে গ্রাহকরা পাবেন চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছর অবধি সিকিউরিটি আপডেট।
Samsung galaxy M15 5G ফোনের মূল্য:
Samsung galaxy M15 5G ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে দুটি ভেরিয়েন্টে। সংশ্লিষ্ট ফোনটির ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৩,২৯৯ টাকা। এবং ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৪,৭৯৯ টাকা। গ্রাহকরা ফোনটি ভারতীয় বাজারে ব্লু টোপাজ, সেলিস্টিয়াল ব্লু এবং স্টোন গ্রে এই ৩টি কালারে কিনতে পারবেন।
সংশ্লিষ্ট ফোনটি গ্রাহকরা জনপ্রিয় অনলাইন সেলিং প্লাটফর্ম Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন রিটেইল আউটলেট থেকে কিনতে পারবেন। সংস্থার তরফ থেকে ফোনটিতে HDFC ব্যাংক ইউজারদের জন্য ১,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে এবং এই ফোনটি ৩ মাস বা ৬ মাসের নো কস্ট EMI-তে গ্রাহকরা কিনতে পারবেন।