সুপারফাস্ট প্রসেসর, কাঁচের মতো ক্যামেরা সহ Samsung-এর এই মোবাইল মিলবে আকর্ষণীয় দামে | Samsung M44 5G Price, Specifications, Launch Date in India
Samsung M44 5G Price, Samsung M44 5G Specifications, Samsung M44 5G Launch Date in India
(১/৬) Samsung M44 5G: এই ডিজিটাল যুগে মানুষ অনেক বেশি করে যন্ত্রের উপর নির্ভরশীল। এই উন্নত প্রযুক্তির যুগে যন্ত্র নির্ভরশীল হওয়াটা স্বাভাবিক। আর সেই জন্যই বর্তমানে আমাদের জীবনের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে আছে মোবাইল এবং দিন দিন মোবাইলের ব্যবহার বেড়েই চলেছে। গত কয়েক বছর মোবাইলের ব্যবহার বেড়েছে প্রায় ১০ গুন। মোবাইল ব্যবহার যেমন বেড়েছে তার সাথেই বেড়েছে মোবাইল বিক্রির হার।
(২/৬) বর্তমানে নিত্যদিন বিক্রি হয় প্রায় হাজার হাজার মোবাইল। মার্কেটে এখন পাওয়া যায় অনেক কোম্পানির একাধিক রকমের স্মার্টফোন। ভিন্ন ভিন্ন দামের সেগমেন্ট অনুসারে অনেক কোম্পানি বেশ ভালো। তবে বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেশি পরিমাণে বিক্রি হয় মোবাইল। এই মুহূর্তে অনলাইনে Samsung-এর একটি মোবাইলের উপর পাওয়া যাচ্ছে আকর্ষনীয় অফার।
(৩/৬) এই মোবাইলটিতে উপলব্ধ আছে 5G পরিষেবাও। মোবাইলটি হল Samsung M44 5G, যা এই মুহূর্তে Samsung Galaxy Jump-3 নামে নতুনভাবে বাজারে লঞ্চ হয়েছে। মোবাইল ফোনটির দাম কত? কি কি ফিচারস উপলব্ধ থাকছে মোবাইলটিতে ? বিস্তারিত জানুন প্রতিবেদনটিতে।
(৪/৬) ফিচারস: এই মোবাইলটিতে উপলব্ধ আছে ১২০ হার্টস রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির ফুল HD ওয়াটার ড্রপ নচ এলসিডি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১৩-এর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টকোর প্রসেসর। ফোনটিতে উপলব্ধ আছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং অন্য দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এছাড়াও সেলফির জন্য একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।
(৫/৬) এই মোবাইলটিতে থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে আছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আরও আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সাথে ৩.৫ এমএম অডিও জ্যাক। এক কথায় যা একটি দুর্দান্ত ফিচারস যুক্ত মোবাইল।
(৬/৬) মোবাইলটির দাম ও ডিসকাউন্ট: ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মোবাইল ফোনটির দাম রয়েছে বর্তমানে ২৭,৭০০ টাকা। তবে ভারতে Samsung galaxy Jump 3 মোবাইলটি Samsung Galaxy M44 নামে বাজারে আস্তে পারেন। যদিও ফোন দুটির দাম এবং স্পেসিফিকেশনের কোনো রকম পরিবর্তন হবে না।
আরও পড়ুন:
👉 Apple iPhone 16 Pro-র ক্যামেরার চমক দেখবে বিশ্ব, এই ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা
👉 GPay করার আগে এই অ্যাপ খুললেই বিপদ! গ্রাহকদের সতর্ক করল Google
👉 POCO India Sale: লোভনীয় অফার! ৬,০০০ টাকা ছাড় এই সব POCO স্মার্টফোনে
👉 ১ ডিসেম্বর থেকে SIM Card কেনার নিয়ম বদলে ফেলতে চলেছে DoT! না মানলেই হবে জেল
👉 Facebook Earn Money : বোনাস দিচ্ছে ফেসবুক! মেটা আনল টাকা আয় করার দারুণ উপায়