Google Chrome-এর ব্যবহার নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, নিজের ফোন-ল্যাপটপ কী করে নিরাপদে রাখবেন?
(১/৫) বর্তমান সময়ে ক্রোম ব্যবহার করেন না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। Whatsapp বা গুগলের মত এটিও আমাদের নিত্যপ্রয়োজনীয়। তবে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ‘ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের কেন্দ্রীয় সর্তকতা জারি করেছে। কিসের সর্তকতা বানী? চলুন জেনে নেওয়া যাক।
(২/৫) তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে যে, গুগল ক্রোমের কয়েকটি ভার্সনের মধ্যে বেশ কিছু ত্রুটি রয়েছে। আর এই ত্রুটিগুলিকে সূত্র বা হাতিয়ার করে জালিয়াতকারীরা ইউজারদের ফোন বা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে।
(৩/৫) আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা মোবাইল বা ল্যাপটপের মধ্যে নিজের ব্যক্তিগত তথ্য গুলি সংরক্ষণ করে রাখে। আর আমাদের এসব বিষয়ের ওপর নজরদারি চালায় সিইআরটি-ইন। এটি হলো একটি কেন্দ্রীয় সংস্থা। এর প্রধান কাজ হল ইন্টারনেটে কোনও ত্রুটি বা ম্যালওয়ারের সন্ধান পেলে, তৎক্ষণাৎ সেই বিষয়ে ইউজারদের সচেতন করে দেওয়া।
(৪/৫) শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে এই সংস্থা বলে দেয় যে নিজেদের ডিভাইসকে কিভাবে নিরাপদে রাখা যাবে। সংস্থার তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে যে, উইন্ডোজ় অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ১১৮.০.৫৯৯৩.৭০/.৭১ এবং ম্যাক বা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ১১৮.০.৫৯৯৩.৭০— এই দুটি ভার্সন সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে।
নিজের ডিভাইস নিরাপদে রাখবেন এই উপায়ে
(৫/৫) অনেকে হয়তো এরকম সমস্যায় পড়তে পারেন তবে চিন্তার কোন কারণ নেই কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে এই বিষয়ে নিরাপদ হওয়ার উপায়ও বলে দেওয়া হয়েছে। এই ঝুঁকির হাত থেকে বাঁচতে গেলে প্রথমেই যেটি করতে হবে সেটি হল আপনার ক্রোম ব্রাউজ়ারটি আপডেট করতে হবে। যে সমস্ত ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড আইপ্যাড এবং ম্যাথ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাদের এর পূর্বেই সতর্ক করা হয়েছিল। আর যারা পুরনো ডেক্সটপ ব্যবহার করে থাকেন তাদেরও নিরাপদে থাকার জন্য একই কাজ করতে হবে।
আরও পড়ুন:
👉 আর মাত্র ৫ দিন! ২৪ অক্টোবর থেকে যে সব ফোনে আর WhatsApp চলবে না, তালিকা দেখে নিন
👉 Google Search Mistake: ভুলেও এসব জিনিস গুগলে সার্চ করবেন না, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ!
👉 Smart Phones: দুর্দান্ত ক্যামেরা সহ অ্যামাজন সেলে ২০ হাজারের কমে পাবেন যে ফোনগুলি
👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো
👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো