Toyota Hilux: ধোঁয়ার না বেরিয়ে বেরোবে জল! দূষণহীন গাড়ি এনে বিশ্বকে অবাক করলো টয়োটা
Toyota Hilux price India, Kolkata, Images
Toyota Hilux: বর্তমানে যে পরিমাণ দূষণ আমাদের বিশ্বে বেড়ে চলেছে তাই আমাদের উচিত দূষণ কমানো। আমাদের গাড়ির ধোঁয়া হল তার অন্যতম দূষণের কারণ। তাই আমাদের উচিত সেই দূষণ বন্ধ করা। এই দূষণের পরিমাণ কমানোর জন্য গোটা বিশ্ব বিকল্প জ্বালানির ব্যবহার শুরু করেছে। আর এই দূষণ কমানো ও বিকল্প জ্বালানির ব্যবহারের অন্যতম উপায় হল হাইড্রোজেন। বিদ্যুৎ চালিত গাড়ি চালু হবার পর এখন ধীরে ধীরে হাইড্রোজেন চালিত গাড়ির ব্যবহার শুরু হয়েছে। এবার এই জ্বালানি চালিত গাড়ি হল পিকআপ ট্রাক Hilux নিয়ে এলো টয়োটা (Toyota)।
Toyota নিয়ে এলো Hilux-এর হাইড্রোজেন ভার্সন
পিকআপ ট্রাকটি ব্রিটেনের ডার্বি-তে টয়োটার বার্নাস্টন-এর একটি কারখানা রয়েছে। Hilux-এর যে হাইড্রোজেন মডেলটি রয়েছে সেটি এখনো প্রটোটাইপ মডেল হিসেবে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোম্পানির মারফত জানা গিয়েছে যে, এই মডেলের ৯টি নমুনা এ বছরই তৈরি হবে।
Hilux-এ Toyota-তে Mirai-এর পাওয়ারট্রেন হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এই ইলেকট্রিক মোটরকে শক্তি প্রদান করবে হাইড্রোজেন পাওয়ার সেল। আর এই পাওয়ার ট্রেনের জন্যই মিরায়ে Toyota প্রায় 10 বছর ধরে ব্যবহার হচ্ছে এবং খুব জনপ্রিয়তা লাভ করেছে। এই গাড়িটি চলার সময় কোন ধোঁয়া নির্গমন হবে না অর্থাৎ দূষণ হবে না বরং এই গাড়িটির চলার সময় ধোঁয়ার পরিবর্তে জল নির্গমন হবে।
Hilux-এ তিনটি উচ্চ চাপের ট্র্যাঙ্ক(Trank )দিয়ে তৈরি হয়েছে তবে এই গাড়িটি যদি ফুল জ্বালানি থাকে তাহলে ৫৮৭ কিলোমিটার রেঞ্জ যেতে পারবে। পিছনের লোড ডেকে যে জায়গা আছে সেখানে ব্যাটারি রাখা হয়েছে। এই ব্যাটারি ফুয়েল সেল(Battery Fuel Cell) বিদ্যুৎ সঞ্চয় করে রাখবে। তবে এই ব্যাটারি রাখার জন্য কেবিনে কোনরকম জায়গা কম পড়েনি বসার জন্য এমনি জানিয়েছে কোম্পানির তরফ থেকে।
Hilux পিকআপ ট্রাকে অবস্থিত ২.৮ লিটার টার্বো চার্জড ডিজেল ইঞ্জিন যার মাধ্যমে ২০১ বিএইচপি শক্তি প্রদান করে। গাড়িটির মধ্যে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন মডেলের মধ্যে টর্ক আউটপুট রয়েছে ৪২০ এনএম ও ৫০০ এনএম।
ভারতে যে Hilux গাড়ি রয়েছে ,সেই Hilux গাড়ির দুটি ভেরিয়েন্ট দেখা যায়, ১) স্ট্যান্ডার্ড(Standard) ২) হাই(High)। হাই ভেরিয়েন্ট-এ শুধুমাত্র অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। ভারতে এই Toyota Hilux-এর দাম রাখা হয়েছে প্রায় ৩০.৪০ লাখ থেকে ৩৭.৯০ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। তবে ভারতের বাজারে এই Toyota Hilux-এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Isuzu D-Max V-Cross গাড়ি। এই গাড়িটির দাম তুলনামূলক কমToyota Hilux-এর থেকে। Isuzu D-Max V-Cross গাড়ির দাম রয়েছে ভারতের বাজারে প্রায় ২২.০৭ লাখ থেকে ২৭ লাখ টাকা (এক্স-শোরুম)।
আরও পড়ুন:
👉 Hello UPI: এবার মুখে বললেই UPI-তে টাকা ট্রান্সফার হয়ে যাবে! কি ভাবে? জেনে নিন
👉 এবার থেকে UPI লেনদেন করা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলেও! বড় পদক্ষেপ RBI-এর
👉 Nokia 6600 5G: নোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমপ্রদ ফিচার নিয়ে হাজির
👉 iPhone 15: নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি
👉 Realme narzo 60x 5G | 12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন