মাত্র 5,999 টাকায় ভারতের প্রথম 256 GB স্টোরেজের স্মার্টফোন! ফোনের ফিচারগুলো জেনে নিন
(১/৭) ২০২৪ সাল শুরু হতে না হতেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে করছে একাধিক স্মার্টফোন। সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে itel A70 স্মার্টফোন। এটি ভারতীয় বাজারে মুক্তি পাওয়া প্রথম স্মার্টফোন যে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি। অবিশ্বাস্য ব্যাপার হলো ফোনটির দাম থাকছে মাত্র ৮,০০০ টাকার মধ্যে।
(২/৭) কোনটিতে উপলব্ধ আছে ১২ জিবি র্যাম। ফিল্ড গ্রিন, অ্যাজুর ব্লু, গোল্ড এবং স্টাইলিশ ব্ল্যাক এই চারটি রঙে itel A70 স্মার্টফোনটি বাজারে আত্মপ্রকাশ করেছে। ৫ জানুয়ারি থেকে ফোনটি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ফোনটি উপলব্ধ আছে।
ফোনটির দাম কত?
(৩/৭) itel A70 স্মার্টফোনটির দাম ৭,২৯৯ টাকা। itel A70 ফোনটির ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৭,২৯৯ টাকা। itel A70 ফোনটির ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৬,৭৯৯ টাকা। itel A70 ফোনটির ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৬,২৯৯ টাকা।
(৪/৭) itel A70 ফোনটিতে উপলব্ধ আছে অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে আরও একাধিক ফিচারস। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Amazon থেকে itel A70 ফোনটি আপনি কিনতে পারবেন। এর সাথে আপনি বিভিন্ন অফলাইন ফোন স্টোর থেকেও ফোনটি কিনতে পারবেন। ব্যাংক অফার যদি আপনি গ্রহণ করেন তবে আপনি itel A70 ফোনটির বেস মডেলটি ৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
ফোনের ফিচার ও স্পেসিফিকেশন:
(৫/৭) itel A70 ফোনটিতে উপলব্ধ রয়েছে ১২ জিবি অবধি র্যাম। উক্ত ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ স্যাম্পলিং রেট যুক্ত ৬.৬ ইঞ্চির HD ডিসপ্লে। itel A70 ফোনে রয়েছে ডায়নামিক বার সাপোর্ট সিস্টেম।
(৬/৭) itel A70 ফোনটিতে রয়েছে ১৩ এমপি HDR রেয়ার ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৮ এমপি AI ফিচারস যুক্ত ফ্রন্ট ক্যামেরা সেন্সর। উক্ত ফোনটিতে আছে একটি ৫,০০০ mAh শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। itel A70 ফোনটিতে রয়েছে ফেস আনলক এবং সাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা।
(৭/৭) itel কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে যে একবার চার্জেই ফোনটি অনেকক্ষণ অবধি চলবে। ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। itel A70 ফোনটি ৮.৬ মিলিমিটার পুরু। itel A70 ফোনটিতে রয়েছে 4G, ওয়াই-ফাই 802.11, ব্লুটুথ 5.0, জিপিএস/গ্লোনাস, টাইপ-সি ইউএসবি সাপোর্ট কানেক্টিভিটির সুবিধা।