ভারতে কম দামে লঞ্চ হল HMD Vibe মোবাইল, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

HMD Pulse সিরিজ বাজারে আত্মপ্রকাশের সাথে সাথে ‘Human Global Devices‘-এর তরফ থেকে গ্লোবাল মার্কেটে HMD Vibe নামে অন্য একটি স্মার্ট ফোন বাজারে আনা হয়েছে। আমেরিকান বাজারে সংশ্লিষ্ট ফোনটি আত্মপ্রকাশ করেছে Qualcomm Snapdragon 680 চিপসেট সহ। এই ফোনের ফিচারস স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানুন বিস্তারিত তথ্য।

HMD Vibe ফোনের ফিচারস স্পেসিফিকেশন:

ডিসপ্লে (Display): 

HMD Vibe ফোনটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫৬ ইঞ্চির LCD ডিসপ্লে। যার রেজোলিউশন ৭২০×১৪৮০ পিক্সেল।

প্রসেসর (Prosesor): 

HMD Vibe ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ গিগা হার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 680 চিপসেট। সংশ্লিষ্ট ফোনটি Android ১৪ অপারেটিং সিস্টেমে কর্মক্ষম।

স্টোরেজ (Storage): 

এই ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধা। অর্থাৎ গ্রাহকরা চাইলে এই ফোনটিতে ১২ জিবি অবধি র‍্যাম বর্ধিত করতে পারবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ক্যামেরা (Camera): 

HMD Vibe ফোনটিতে ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে রয়েছে ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ এমপি ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

ব্যাটারি (Battery):

সংশ্লিষ্ট এই ফোনটিতে রয়েছে ৪,০০০ mAh ব্যাটারি। USB Type C পোর্ট সাপোর্ট সিস্টেমের সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সিস্টেম।

অন্যান্য (Others): 

এই ফোনটিতে রয়েছে ফেস আনলক সিস্টেম। HMD Vibe ফোনটিতে জল ও ধুলো থেকে নিরাপদ রাখতে রয়েছে IP52 রেটিং। এছাড়াও আছে ৩.৫ মিমি জ্যাক, ব্লুটুথ ৫.০ ভার্সন ও ৪ জি নেটওয়ার্ক কানেকশন।

HMD Vibe ফোনটির দাম:

আমেরিকার বাজারে মুক্তি পেয়েছে এই ফোনটি। HMD Vibe ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম $১৪৯ যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫০০ টাকা। মে মাস থেকে শুরু ফোনটির বিক্রি। তবে সংশ্লিষ্ট কোনটি কবে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে সে বিষয়ে অফিশিয়ালি এখনো কোনো তথ্য সামনে আসেনি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন