মাত্র ৯,৯৯৯ টাকায় লঞ্চ হলো itel S24, 108MP ক্যামেরা সহ আর কী কী রয়েছে এতে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

itel S24: গত ২৩ এপ্রিল ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে itel S24 স্মার্টফোন। সংশ্লিষ্ট ফোনটিতে মেমরি ফিউশন ফিচারস কাজে লাগিয়ে ফোনের ১৬ জিবি র‍্যাম অবধি বর্ধিত করা সম্ভব। সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ১০৮ এমপি ক্যামেরা সেন্সর। ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চির HD+ ডিসপ্লে। সংশ্লিষ্ট ফোনের সাইড প্যানেল রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনটিতে রয়েছে আরো অন্যান্য ফিচারস। ভারতীয় বাজারে ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা

itel S24 ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশন:

ডিসপ্লে (Display): 

itel S24 ফোনের রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির IPS HD+ ডিসপ্লে। যেটি ১২০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট যুক্ত। সংশ্লিষ্ট ফোনের স্ক্রিনে রয়েছে পাঞ্চ হোল ডিজাইন। এছাড়াও ফোনটিতে রয়েছে ডায়নামিক বার ফিচার।

প্রসেসর (processor):

itel S24 ফোনে ব্যবহৃত হয়েছে Mediatek Helio G91 OctaCore প্রসেসর।

স্টোরেজ (Storage):

itel S24 ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৮ জিবি মেমোরি স্টোরেজ। এই ফোনে গ্রাহকরা পাবেন ১৬ জিবি র‍্যাম বর্ধিত করতে পারবেন। সংশ্লিষ্ট ফোনে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন 👉: ভারতে কম দামে লঞ্চ হল HMD Vibe মোবাইল, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

ক্যামেরা (Camera): 

সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট। ফোনটিতে রয়েছে ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। এছাড়াও রয়েছে একটি AI লেন্স যুক্ত সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। ফোনটিতে সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য রয়েছে ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

ব্যাটারি (Battery): 

ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। এছাড়াও রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।

অন্যান্য (Others): 

itel S24 ফোনের সাইড প্যানেলে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে রয়েছে ডুয়েল ৪জি সিম ব্যবহারের ফিচারস। WiFi, ব্লুটুথের সুবিধা।

itel S24 ফোনটির দাম:

itel S24 ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ভারতীয় বাজারে ১০,৯৯৯ টাকা। সংশ্লিষ্ট ফোনটির উপর রয়েছে ব্যাংক অফার। এর ফলে ফোনটির দাম কমে দাঁড়িয়েছে ৯,৯৯৯ টাকা

সংশ্লিষ্ট ফোনটি Dawn White এবং Starry Black রঙে ফোনটি কিনতে পারবেন। গতকাল ফোনটির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার স্মার্টওয়াচটি বিনামূল্যে দেওয়া হয়েছিল গ্রাহকদের। অনলাইন সেলিং প্ল্যাটফর্ম Amazon থেকে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন