Upcoming Bikes: রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ! ভারতে ঝড় তুলতে আসছে এই নতুন ১০ বাইক ও স্কুটার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ভারতীয় বাজারে স্কুটারের সাথে সাথে আসতে চলেছে একাধিক নতুন মোটর। সম্প্রতি ভারতীয় বাজারে এসেছে একাধিক সেরা মোটরসাইকেল। যেগুলি চাহিদা ভারতীয় বাজারে বেশ বেশি। যা কিনতে উৎসুক হয়ে আছে মানুষজন। Yamaha, Royal Enfield সংস্থা বাইক প্রেমীদের জন্য বাজারে আনতে চলেছে আকর্ষণীয় সব প্রোডাক্ট।

সুজুকি অ্যাক্সেস 125 ফেসলিফ্টমোটর বাইক:

২০২৪ সালে অর্থাৎ এবছর ভারতীয় বাজারে ভিজুয়াল আপডেট এবং নতুন ফিচার সহ আত্মপ্রকাশ করতে চলেছে ১২৫ সিসি ইঞ্জিনের স্কুটি সুজুকি অ্যাকসেসSuzuki সংস্থার তরফ থেকে খুব তাড়াতাড়ি ঘোষিত হবে লঞ্চ ডেট।

হিরো জুম 125 আর ও জুম 160 স্কুটার:

ভারতীয় বাজারে আসতে চলেছে জুম সিরিজের দুটি নতুন স্কুটি। হিরো মটোকর্প সংস্থা এই ১২৫ সিসি জুম আর ১২৫ এবং একটি অ্যাডভেঞ্চার স্টাইল ম্যাক্সি স্কুটার ১৬০ সিসি জুম ক্ষমতা সম্পন্ন এই দুই স্কুটারই উন্মোচন করে ফেলেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে এই স্কুটার দুটি।

হাস্কভার্না ভার্টপিলেন 250 মোটরবাইক:

হাস্কভার্না সংস্থা ভারতীয় বাজারে আন্তা চলেছে একটি দারুণ মোটরবাইক। এই মোটর বাইকটি ২৫০ সিসি ইঞ্জিনের ভার্টপিলেন। এই মোটর বাইকটি হাই স্পিডের সাথে সাথে মাইলেজ দিতেও সক্ষম। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে কিছুদিন আগেই বাজারে এসেছে ভার্টপিলেন ২৫০ এবং ভার্টপিলেন ৪০১ ক্ষমতা সম্পন্ন মোটরবাইক। তাই অনুমান করা হচ্ছে যে, এই বাইকটি অতি দ্রুত মুক্তি পেতে পারে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন 👉: ভারতে কম দামে লঞ্চ হল HMD Vibe মোবাইল, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

বাজাজ পালসার (Bajaj Pulsar) ও CNG মোটরবাইক:

বাজাজ অটো (Bajaj Auto) সংস্থা সম্প্রতি পালসার সিরিজের (Bajaj Pulsar) একটি আপডেট বাইক বাজারে এনেছে। এবার সংস্থার তরফ থেকে তিনটে নতুন বাইক বাজারে আনার ঘোষণা কথা জানানো হয়েছে। এই মোটর বাইক তিনটি হল- ৪০০ সিসি ক্ষমতা সম্পন্ন পালসার, সস্তা চেতক ইলেকট্রিক স্কুটার এবং ভারতের প্রথম CNG বাইক। মে জুন মাস নাগাদ এই বাইক ৩টি ভারতীয় বাজারে মুক্তি পেতে পারে।

নতুন KTM অ্যাডভেঞ্চার 390:

KTM অ্যাডভেঞ্চার ৩৯০ ক্ষমতা সম্পন্ন মোটর বাইকের নতুন আপডেটেড ভার্সন বাজারে আস্তে চলেছে অতি দ্রুত। সংস্থার তরফ থেকে এই মোটর বাইকটি EICMA ২০২৪-এ উন্মোচন করা হয়েছে। এই বাইকে থাকবে নতুন ৩৯৯ সিসি লিকুইড কুল ইঞ্জিন এবং ডিজাইন।

ইয়ামাহা R7 ও MT-07 স্পোর্টস বাইক:

ইয়ামাহা (Yamaha) সংস্থা বাজারে আনতে চলেছে দুটি দুর্দান্ত স্পোর্টস বাইক। বাইক দুটি হল- একটি YZF-R7, আর অন্যটি MT-07 নেকেড স্ট্রিটফাইটার এডিশন। এই দুটি বাইকেই উপলব্ধ থাকবে ৬৮৯ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। বাইক দুটির দাম হবে প্রিমিয়াম।

Royal Enfield গরিলা 450 এবং গোয়ান ক্লাসিক 350 বাইক:

Royal Enfield সংস্থার ২০২৪-২০২৫ সালের মধ্যে ৬টি বাইক আত্মপ্রকাশ করতে পারে ভারতীয় বাজারে। তবে তার মধ্যে প্রথম যে দুটি বাইক ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে সেটি হল ৪৫০ সিসির গরিলা এবং ৩৫০ সিসির গোয়ান ক্লাসিক বাইক। সম্ভবত পুজোর আগেই ভারতীয় বাজারে আসতে পারে এই বাইক দুটি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন