Bajaj দুরন্ত ই-স্কুটার নিয়ে এল কম দামে, কী নতুন থাকছে 2024 Chetak Urbane-এ?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) বাজাজ অটো (Bajaj Auto) এবার ভারতের বাজারে নিয়ে এলো  দারুন একটি ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। স্কুটারের নতুন এই  মডেলটির নাম হল 2024 chetak Urbane। যদিও বাজাজ (Bajaj) সংস্থাটির একই নামে আরও একটি স্কুটার বর্তমান। মুলত ওই মডেলটির আপডেটেড ভার্সনই হল এই ২০২৪ এই মডেলটি।

 (২/৮) Bajaj সংস্থাটির এই নতুন মডেল Bajaj chetak Urbane-এর দাম ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে শুরু। এটি একটি স্ট্যান্ডার্ড ভার্সনের দাম। তবে এর থেকে আরও আপডেটেড ভার্সন হল Tecpac মডেলটি। এই মডেলটির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২১ হাজার টাকাChetak urbane স্কুটারটি বাজারে বিক্রি হবে উন্নত স্পেসিফিকেশন প্রিমিয়াম ভ্যারিয়েন্ট নিয়ে।

(৩/৮) যদিও এই Chetak Urbane Bajaj সংস্থাটির এই মডেলটির ডিজাইন এবং দেখতে কোনো পরিবর্তন হয়নি আগের মতোই আছে মডেলটি। যে পরিবর্তন টি হয়েছে সেটি সম্পূর্ন ভিতরের ফিচারসে। নতুন এই মডেলটি একবার চার্জিংয়ে  ১১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে যেখানে আগের মডেলটিতে ১০৮ কিলোমিটার মাইলেজ উপলব্ধ

আরও পড়ুন: ৩১শে ডিসেম্বরের আগে দ্রুত রিচার্জ করুন, ১০০০ টাকা আপনাকে দেবে Jio!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৪/৮) বাজাজ (Bajaj) জানানো হয়েছে যে মডেলটির ১১৩ কিলোমিটার মাইলেজটা আইসিডি  সার্টিফাইড। তবে স্কুটারটির 108 কিমি ( আইডিসি রেটিং ১২৬ কিমি) মাইলেজ দেবে বলেই জানিয়েছিল। দুটি ভার্সনেই উপলব্ধ আছে, একই ২.৯ KWH ব্যাটারি সিস্টেম।

(৫/৮) Bajaj chetak Urbane স্কুটারটিতে ব্যবহৃত হয়েছে LCD কনসোল। তবে এই মডেলের মধ্যে স্ট্যান্ডার্ড ট্রিমটি সব থেকে বেশি ৬৩ kmph গতিবেগ দিতে সক্ষম। ইকো রাইড মোডে লিমিটেড অ্যাপ ককানেক্টিভিটি উপলব্ধ আছে আজ মডেলটিতে। Tecpac মডেলটিতে উপলব্ধ আছে স্পোর্টস মোড, যা সব থেকে বেশি ৭৩ kmph গতিবেগ দিতে পারবে।

আরও পড়ুন: সিম কার্ড কেনায় নতুন নিয়ম আনল সরকার! কী কী নিয়ম মানতে হবে?

(৬/৮) যদিও এই মডেলে রয়েছে রিভার্স মোড, হিল হোল্ড এবং সমস্ত কানেক্টভিটি স্যুট যাতে আপনি পাবেন স্মার্টফোনের অ্যাপের সহযোগিতা। Chetak Urbane স্কুটারটিতে ড্রাম ব্রেকও থাকবে স্ট্যান্ডার্ড এর সঙ্গে

(৭/৮) Chetak Urbane স্কুটারটিতে উপলব্ধ আছে অফ-বোর্ড ৬৫০ ওয়াট চার্জিং সিস্টেম।  প্রিমিয়াম মডেলে ৮০০ ওয়াট অনবোর্ড চার্জিং সাপোর্ট থাকবে। তবে এর ফলে চার্জিংয়ের সময়টা ৩ ঘণ্টা ৫০ মিনিট থেকে বেশি হয়ে ৪ ঘণ্টা ৫০ মিনিট হবে।

Bajaj Brings Fast E-Scooter at Low Price, What's New in 2024 Chetak Urbane

(৮/৮) যে পরিমাণ ফিচারস নতুন chetak Urbane মডেলটিতে আছে তার তুলনায় দামটা বেশ কম। একাধিক আপডেটেড ফিচারস এবং সাধ্যের মধ্যে দামের কারণেই এই মডেলটি প্রতিযোগিতায় থাকবে Ather ৪৫০S, Ola S1 Air, TVS iQube-এর মত আরও অনেক স্কুটারের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *