Royal Enfield: বাজার কাঁপাতে চলেছে রয়্যাল এনফিল্ড! এ বছরই দুর্দান্ত বাইকগুলি আনছে কোম্পানি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Royal Enfield Upcoming Bikes: বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড (Royal Enfield)। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে একাধিক নতুন মোটরবাইক বাজারে নিয়ে আসার প্রস্তুতি চলছে। যদিও ইতিমধ্যে সেই মোটরসাইকেল গুলির পরীক্ষা শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। সংস্থার তরফ থেকে সংশ্লিষ্ট বাইক গুলিতে ব্যবহৃত হবে ৩৫০ সিসি, ৪৫০ সিসি, ৫৬০ সিসির ইঞ্জিন। প্রাপ্ত তথ্য অনুসারে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ক্লাসিক মোটরবাইকে ফ্র্যাঞ্চাইজি আরও বেশি মজবুত করার চেষ্টা চলছে।

ভবিষ্যতে বড় ইঞ্জিনের বাইক বেশি পরিমাণে দেখা যেতে চলছে তা স্পষ্ট। ৩৫০ সিসি, ৪৫০ সিসি, ৫৬০ সিসি ক্ষমতাযুক্ত ইঞ্জিন ব্যবহৃত হবে মোটরসাইকেলে। এবছর অর্থাৎ ২০২৪ সালেই আসতে চলেছে ৬৫০ সিসি ক্ষমতার সম্পন্ন বাইক শটগান।

কোন কোন বাইক বাজারে আনতে চলেছে রয়্যাল এনফিল্ড?

রয়েল এনফিল্ড সংস্থার তরফ থেকে গোয়ান ক্লাসিক ৩৫০, স্ক্র্য়াম ৪৪০, গোরিলা ৪৫০, ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ এবং ক্লাসিক ৬৫০ মোটরবাইকগুলি বাজারে আসতে চলেছে। এর সঙ্গে বাজারে আসতে পারে ক্লাসিক, হান্টার এবং মিটিওর বাইকের আপডেট ভার্সন।

ডবল সংখ্যা বর্ধিত করার লক্ষ্যমাত্রা পেরোতে এই সকল মোটরসাইকেলে সংযোগ করা হতে পারে পোর্টফোলিও। রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ (Royal Enfield Gorilla 450) মোটর সাইকেলে থাকার সম্ভাবনা রয়েছে ৪৫২ সিসি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন যেটি বর্তমানে ব্যবহৃত হয় রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইকে। বাইকের ডিজাইন এবং ফিচারস দ্রুত সামনে আসতে চলেছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: OnePlus 11 5G Price Dropped: ভারতে দাম কোমল ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের! এখন কত টাকায় কেনা যাবে? ক্রেতাদের জন্য আর কী কী সুবিধা থাকছে?

ইন্টারসেপ্টার ৬৫০ (Royal Enfield Hunterspectre 650)হতে পারে একটি অফ রোড বাইক। সেখানে থাকার সম্ভাবনা রয়েছে আরও উন্নত সাসপেনশন এবং এক্সহস্ট সিস্টেম। সংস্থার তরফ থেকে ২০১৮ সালের পর আর এই বাইকের আপডেট ভার্সন বাজারে আসেনি। তাই বাইকের ডিজাইন পরিবর্তনটা খুবই প্রয়োজন।

এই সময়ে প্রায় সই দেখা যায় ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক (Royal Enfield Classic) মোটরবাইক। খুব দ্রুত বাজারে আসতে চলেছে ৬৫০ সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক (650 CC Royal Enfield Classic) মোটরবাইক। শুধু কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। গুঞ্জন উঠেছে যে বাইকটি শটগানকে অনুকরণ করে বাজারে আসতে চলেছে। সংস্থার তরফ থেকে অতি দ্রুত বাইকটির ফিচারস এবং বাইকের ইঞ্জিন স্পেকস সম্পর্কে জানানো হবে।

সংস্থার তরফ থেকে এরমধ্যেই বাইকের টেস্টিং পরীক্ষা শুরু হয়েছে। গোয়ান ক্লাসিক বাইকটি বাজারে আসার পর রয়্যাল এনফিল্ড স্ক্র্য়াম ৪৪০ বাইকটি বাজারে আসতে চলেছে। প্রাপ্ত খবর অনুসারে এই বাইকটিতে থাকতে পারে ৪৫০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। রয়েল এনফিল্ড হিমালয়ানের (Royal Enfield Himalayan) বিকল্প হতে চলেছে এই বাইকটি।

কবে বাজারে আসতে চলেছে এই বাইকটি:

এদেশব্যাপী রয়েছে রয়্যাল এনফিল্ডের বাইক-প্রেমী। রয়েল এনফিল্ড প্রেমীদের মধ্যে কেউ নতুন বাইক আপডেট করাতে চান। কেউ আবার নতুন মডেল কিনে ঘরে আনতে চান। তাদের উদ্দেশ্যে বলা যায় যে, ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাজারে আসতে পারে কিছু বাইক। আর বাকি গুলি আসতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন