এবার বিনামুল্যে পাবেন JioCinema Premium! রিচার্জ করুন এই প্ল্যানগুলি
স্টুডেন্ট থেকে চাকরিজীবী; সিনেমা দেখতে কে না ভালোবাসে! মাঝেমধ্যে বন্ধুদের নিয়ে মুভি ডেটে যাওয়া, উইকেন্ডে(weekend) ফ্যামিলি নিয়ে মুভিতে (Movie) যাওয়া; মুভি হল জীবনের অন্যতম এন্টারটেনমেন্ট (Entertainment)।
তবে সম্প্রতি সিনেমা হলে গিয়ে মুভি দেখার পাশাপাশি অনলাইনে মুভি বা ওয়েব সিরিজ দেখাও বেশ ট্রেন্ডিংয়ে চলছে। বিভিন্ন রকম অনলাইন প্লাটফর্মে (online platform) এখন বাংলা, হিন্দি, ইংরেজি ইত্যাদি বিভিন্ন ভাষায় মুভি, ওয়েব সিরিজ উপলব্ধ। একটি নির্দিষ্ট অংকের সাবস্ক্রিপশন (subscription) ক্রয় করলে খুব সহজেই অনলাইন প্লাটফর্ম গুলিতে সিনেমা মেলে। তবে অনেক ক্ষেত্রেই সেই টাকার অংকের পরিমাণ বেশি থাকার কারণে অনেকের পক্ষেই সেই সাবস্ক্রিপশন কেনা সম্ভব হয় না।
বর্তমানে ভারতের একটি অন্যতম অনলাইন মুভি প্ল্যাটফর্ম হল জিও সিনেমা (Jiocinema)। জিও সিনেমাতে মুভির জন্য বিভিন্ন রকম প্যাকেজের সাবস্ক্রিপশন উপলব্ধ। তবে সম্প্রতি নতুন কিছু প্ল্যান বাজারে এনেছে জিও যেখানে আপনারা স্বল্পমূল্যেই পেয়ে যাবেন এন্টারটেইনমেন্টের বিভিন্ন রকম সুবিধা ।
আজকের প্রতিবেদনে জিওর এন্টারটেইনমেন্টের প্যাকেজগুলির সম্পর্কে বিস্তারিত জানানো হলো।
২৯ টাকা :
যদি আপনি আপনার জিও সিনেমা প্ল্যাটফর্মের জন্য প্রতি মাসে ২৯ টাকা রিচার্জ করেন, তবে এতে 4 রেজোলিউশনের বিভিন্ন সিনেমা, লাইভ শো, ওয়েব সিরিজ দেখার সুযোগ পাবেন। কিন্তু Jio ইউজারদের কোম্পানির কিছু নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করলেই হবে – আলাদা ভাবে জিও সিনেমার সাবস্ক্রিপশন নিতে হবে না।
১৪৮ টাকা :
যদি আপনি জিও সিমে ১৪৮ টাকা মূল্যের প্যাকেজ ক্রয় করেন , তাহলে আপনি মোট 10GB 4G ডাটা পাবেন । এই ডেটা ২৮ দিন পর্যন্ত উপলব্ধ থাকে । এছাড়া এই প্যাকেজে আপনি পাবেন Jiocinema premium, Sony LIV, Sun NXT, Discovery+ ইত্যাদি বিভিন্ন অনলাইন প্লাটফর্মের সুবিধা ।
৩৮৯ টাকা :
জিও সিমে ৩৮৯ টাকা মূল্যের প্যাকেজ ক্রয় করলে আপনি প্রতিদিন 2GB করে ডেটা উপভোগ করতে পারবেন । এছাড়াও অতিরিক্ত 6GB 4G ডেটা পাবেন। এই প্যাকেজটি ২৮ দিন পর্যন্ত উপলব্ধ । এছাড়াও এই প্লানটিতে আপনি Jiocinema premium, Sony LIV, Sun NXT, Discovery+ ইত্যাদি মোট ১২টি OTT প্লাটফর্মের সুবিধা পাবেন। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০ টি মেসেজের সুবিধা পাবেন।
১১৯৮ টাকা :
যদি ১১৯৮ টাকা মূল্যের প্যাকেজ ক্রয় করেন , তাহলে আপনি প্রতিদিন 2GB 4G ডাটা(Data) পাবেন । এছাড়াও এই প্লানটিতে আপনি Jiocinema premium, Sony LIV, Sun NXT, Discovery+ ইত্যাদি মোট ১২টি OTT প্লাটফর্মের সুবিধা পাবেন। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০ টি মেসেজের সুবিধা পাবেন। এছাড়াও পাবেন আনলিমিটেড 5G ডাটা ।এটি ৮৪ দিন পর্যন্ত উপলব্ধ থাকে।
৪৪৯৮ টাকা :
এই প্যাকেজ ক্রয় করলে আপনি পাবেন আনলিমিটেড 5G ডাটা এবং প্রতিদিন 2GB 4G ডেটা। এছাড়াও এই প্লানটিতে আপনি Jio Cinema Premium, Sony LIV, Sun NXT, Discovery+ ইত্যাদি মোট ১২টি OTT প্লাটফর্মের সুবিধা পাবেন। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০ টি মেসেজের(Message) সুবিধা পাবেন। এই প্যাকেজ ৩৬৫ দিন পর্যন্ত উপলব্ধ থাকে। এছাড়া একটা 78GB 4G ডেটাও (Data) পাবেন ।
উপরে উল্লেখ করা প্যাকেজগুলো ক্রয় করলে জিও কোম্পানি আপনাকে একটি কুপন দেবে । এই কুপনটির সাহায্যে আপনি এক বছরের জন্য জিও সিনেমা সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
জিও সিনেমার প্রিমিয়াম প্যাকেজ:
প্রিমিয়াম প্ল্যান (Premium Plan) :
এই প্যাকেজটি প্রতি মাসে মাত্র ৫৯ টাকায় উপলব্ধ । তবে বর্তমানে জিও(Jio) কোম্পানি এই প্ল্যান এর উপর ৫১ শতাংশ ছাড় দিচ্ছে । ফলে এখন এই প্ল্যানটি ২৯ টাকাতেই উপলব্ধ ।
ফ্যামিলি প্ল্যান (Family Plan) :
এই প্যাকেজটি প্রতিমাসে মাত্র ১৪৯ টাকায় উপলব্ধ। তবে বর্তমানে জিও কোম্পানি এই প্ল্যান এর উপরে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। ফলে এখন এই প্ল্যানটি ৮৪ টাকাতেই উপলব্ধ।
জিও সিমে ৩৮৯ টাকা মূল্যের প্যাকেজ ক্রয় করলে আপনি প্রতিদিন 2 GB করে ডেটা উপভোগ করতে পারবেন । এছাড়াও অতিরিক্ত 6 GB 4 G ডেটা পাবেন। এই প্যাকেজটি ২৮ দিন পর্যন্ত উপলব্ধ । এছাড়াও এই প্লানটিতে আপনি Jiocinema premium, Sony LIV, Sun NXT, Discovery+ ইত্যাদি মোট ১২টি OTT প্লাটফর্মের সুবিধা পাবেন। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০ টি মেস