লঞ্চ হল মাত্র Jio-র ধামাকা রিচার্জ প্ল্যান! ৫৬ দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ডেটা ও কল
Reliance Jio সংস্থার তরফ থেকে বিগত বছর বাজারে আনা হয়েছিল ৯৯৯ টকার JioBharat 4G ফোন। এবার সংস্থার তরফ থেকে JioBharat ফোন ব্যবহারকারীদের জন্য খুব সস্তায় দারুন একটি রিচার্জ প্ল্যান (Recharge Plan) এনেছেন। এই নতুন রিচার্জ প্ল্যানের দাম ২৩৪ টাকা। উক্ত প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন ৫৬ দিনের বৈধতা সহ আনলিমিটেড কল এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
JioBharat ফোন ব্যবহারকারী গ্রাহকরা এবার ২৩৪ টাকায় পাবেন মোট ২৮ জিবি ইন্টারনেট। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রত্যহ ৫০০ এমবি ইন্টারনেটের সাথে আনলিমিটড কলিংয়ের সুবিধা। এছাড়াও পাবেন ৩০০ টি SMS-এর পরিষেবা। এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৫৬ দিন।
এই রিচার্জ প্ল্যানে প্রদত্ত সুবিধা:
এই রিচার্জ প্ল্যানে JioBharat ফোন ব্যবহারকারী গ্রাহকরা পাবেন JioSaavn এবং JioCinema অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানের পূর্বে JioBharat ফোন ব্যবহারকারী গ্রাহকরা ১২৩ টাকা এবং ১২৩৪ টাকার রিচার্জ প্ল্যানে পেতেন সাবস্ক্রিপশন অফার।
JioBharat ফোনের ১২৩ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ১৪ জিবি ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS-এর সুবিধা। সংশ্লিষ্ট প্ল্যানটিতে গ্রাহকরা প্রত্যহ ৫০০MB করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন JioSaavn এবং JioCinema অ্যাপের সাবস্ক্রিপশন।
আরও পড়ুন👉: মাত্র ১৩,২৯৯ টাকা দামে লঞ্চ হল দুর্দান্ত Samsung galaxy M15 5G, জেনে নিন স্পেসিফিকেশন সহ বিস্তারিত
JioBharat ফোনের ১২৩৪ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৩৬ দিন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ১৬৮ জিবি ডেটা অর্থাৎ প্রত্যহ ৫০০ MB ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আরও পাবেন দিনের আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS পরিষেবা সহ JioSaavn এবং JioCinema অ্যাপের সাবস্ক্রিপশন।
আরও পড়ুন👉: মাত্র ১০,০০০ টাকার বাজেটে লঞ্চ হল সস্তা Moto G04s মোবাইল, এতে 50MP ক্যামেরা সহ আর কী কী রয়েছে?