Upcoming Smartphones: জুন মাসে ভারতে নতুন কী কী স্মার্টফোন লঞ্চ হবে? তালিকা দেখে নিন
Upcoming Smartphones: আগামী ৬ ই জুন ভারতে Vivo কোম্পানী থেকে লঞ্চ হতে চলেছে এক আকর্ষণীয় স্মার্টফোন, যেটি থাকছে ফোল্ডেবল।কিছুদিন আগে চিনা তে এই ফোনটি লঞ্চ করেছিল।
অন্যদিকে শোনা যাচ্ছে OnePlus কোম্পানী ওদের লেটেস্ট OnePlus 12 – এর নতুন মডেল আনতে নিয়ে আসতে চলেছে,যেটি থাকছে সম্পূর্ণ অন্য কালারের।
Upcoming Smartphones in June 2024
মে মাসে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন (Mobile) লঞ্চ হয়েছিল আমাদের দেশে।সেগুলোর দাম ১০হাজার টাকারও কম।মানে অত্যন্ত সস্তাতেই পাওয়া যাচ্ছিল।সেই লিস্টে রয়েছে মোটো জি০৪এস, (Moto G04s) লাভা ইউভি ৫জি, (Lava Yuva 5G) আরো কিছু ফোন।
জুন মাসে যেসমস্ত স্মার্টফোন লঞ্চ হবে সেগুলোর বিষয়ে জেনে নেওয়া যাক:-
- ভিভো ফোল্ড ৩ প্রো (Vivo Fold 3 pro) : আগামী ৬ ই জুন ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ফোল্ড ৩ প্রো।এটি একটি দুর্দান্ত foldable ফোন।এই ফোনের কনফিগারেশন খুব ভালো হবে।এই ফোনটিতে থাকছে ৮.০৩ ইঞ্চির প্রাইমারী ডিসপ্লে এবং ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে। প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।এছাড়া থাকছে ৫৭০০ এমএইচ এর ব্যাটারি সঙ্গে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফোনের ক্যামেরা হবে অসাধারণ।থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সঙ্গে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স।এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ হিসেবে রান করবে আউট অফ দি বক্স।
- ওয়ানপ্লাস ১২ গ্লেসিয়ার ওয়াইট (OnePlus 12 Glasier White): অনেক আগেই ভারতে OnePlus ফোন লঞ্চ করেছে। আরো একটি নতুন কালারের মডেল নিয়ে আসছে OnePlus কোম্পানী।বরফের মত ধবধবে সাদা রঙের হবে OnePlus 12 ফোনটি।এই মডেলটির নাম গ্লাসিয়ার হোয়াইট। ( Glasier White) এই ফোনটিতে OnePlus 12 এর ওল্ড মডেল এর মতোই থাকছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট।এটি একটি LTPO Amoled ডিসপ্লে হতে চলেছে।এছাড়াও থাকছে ট্রিপেল রেয়ার ক্যামেরা।৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে থাকছে একটি ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স।প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৮ জেন ৩ চিপসেট।৫৪০০ এমএইচ এর ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সাথে ৫০ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং টেকনোলজি। এন্ড্রয়েড ১৪ হিসেবে লঞ্চ করবে এই OnePlus 12 ফোনটি।
প্রথমবার ভারতে সিনেম্যাটিক ভিশনের ফোন নিয়ে আসছে শাওমি
ভারতে লঞ্চ করতে চলেছে শাওমি সংস্থা থেকে এক দুর্দান্ত টেকনোলজির শাওমি সিভি ফোন!এই প্রথমবার লঞ্চ করবে শাওমি ১৪ সিভি মডেল।আগামী ১২ ই জুন লঞ্চ করবে ভারতে।এই ফোনটি চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ প্রো ফোনের রাইব্র্যান্ড ভার্সন হিসেবে আসতে চলেছে।
ভারতে লঞ্চ হচ্ছে Honor ২০০ সিরিজ
আগামী ১২ ই জুন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Honor ২০০ সিরিজ।একইসাথে ওইদিন প্যারিসে লঞ্চ করবে এই ফোনটি।সেইদিনই ভারতেও লঞ্চ করবে Honor ২০০ সিরিজ।এই সিরিজে হোয়াইট মডেল এবং Honor ২০০ প্রো ভার্সন দুটোই লঞ্চ হবে।
ওপ্পো এফ২৭ প্রো আসতে চলেছে ভারতে
Oppo কোম্পানী মারফত জানা যাচ্ছে যে আগামী জুন মাসে ওপ্পো এফ ২৭ প্রো ফোনটি লঞ্চ হতে পারে ভারতে।এই ফোনটির মধ্যে থাকছে ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেস্সিটেন্ট টেকনোলজি।চিনা তে এই ফোনটি লঞ্চ হওয়া কোনো একটি ফোনের রিব্র্যান্ড হিসেবে ভারতে লঞ্চ হওয়ার সম্ভবনা রয়েছে।
এছাড়াও রেডমি ১২ সিরিজের সাক্সেসর হিসেবে রেডমি ১৩ সিরিজও জুন মাসে ভারতে লঞ্চ করবে বলে জানা যাচ্ছে।