OnePlus 11 5G Price Dropped: ভারতে দাম কোমল ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের! এখন কত টাকায় কেনা যাবে? ক্রেতাদের জন্য আর কী কী সুবিধা থাকছে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোনের দাম কমেছে ভারতে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে (OnePlus 11 5G Price Cut) কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন চিপসেট রয়েছে। এর সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে সংস্থা হাইপারবুস্ট গেমিং ইঞ্জিন।  

এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম লঞ্চের সময় কত ছিল এবং এখন কতটা কমেছে 

ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল ৫৬,৯৯৯ টাকায়। তবে এখন এই ফোনের দাম কমে হয়েছে ৫১,৯৯৯ টাকা। অর্থাৎ ৫০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ছাড় পাওয়া যাবে। Eternal Green এবং Titan Black- এই দুই রঙে কেনা যাবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন।

এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ৫০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এছাড়াও পেতে পারেন ৩০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অথবা ওয়ান কার্ডের ক্ষেত্রে এই দুই ছাড় রয়েছে। এছাড়াও ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই পরিষেবার সুবিধাও থাকছে ক্রেতাদের জন্য। 

ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন। 
  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড OxygenOS 13 out-of-the-box এর সাহায্যে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৪৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি সেনসর যার সঙ্গে যুক্ত রয়েছে টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ই-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে।

আরও পড়ুন👉: Flipkart iPhone 15 Offer: ফ্ল্যাট ১৪,০০০ টাকা ছাড় আইফোন ১৫-এ! সেই সাথে রয়েছে আর অফার! জেনে নিন এখনই

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: 50MP ক্যামেরা ও 5,200mAh ব্যাটারি দারুণ ডিজাইন সহ আত্মপ্রকাশ করলো দুর্দান্ত এই ফোন! জেনে নিন বিস্তারিত