Flipkart iPhone 15 Offer: ফ্ল্যাট ১৪,০০০ টাকা ছাড় আইফোন ১৫-এ! সেই সাথে রয়েছে আর অফার! জেনে নিন এখনই
Flipkart iPhone 15 Offers: iPhone 15-এর দামের ওপর গ্রাহকরা পাবেন ১৪ হাজার টাকার ডিসকাউন্ট। শুনতে আশ্চর্য লাগলেও এটি সত্যি। জনপ্রিয় অনলাইন সেলিং প্লাটফর্ম Flipkart ইন্ডিয়াতে iPhone 15-এর দামে সংশ্লিষ্ট ছাড়টি দিচ্ছে। ভারতীয় বাজারে আইফোন ১৫ আত্মপ্রকাশের সময় দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে বর্তমানে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত iPhone 15 ফোনটি গ্রাহকরা কিনতে পারবেন ৫৬ হাজার টাকারও কমে।
সংশ্লিষ্ট এই ফোনের মডেলটিতে রয়েছে অ্যাপলের A১৬ বায়োনিক চিপসেট। ফোনটিতে উপলব্ধ আছে ডায়নামিক আইল্যাড ফিচারস। যেটি এর পূর্বে কেবলমাত্র iPhone 14 ফোনে দেখা যায়। তবে iPhone 15 ফোনটির আকর্ষণীয় ফিচারস হল এর ক্যামেরা কোয়ালিটি। ফোনটিতে ব্যবহৃত হয়েছে হাই কোয়ালিটির ক্যামেরা সেন্সর। ফ্লিপকার্টের তরফ থেকে দেওয়া এই ছাড়ের পর বর্তমানে সব থেকে সস্তায় iPhone 15 পাওয়া যাচ্ছে।
iPhone 15 ফোনটির দামে ফ্লিপকার্ট-এ প্রদত্ত অফার:
iPhone 15 ফোনটির ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম Flipkart-এ ৫৬,৯৯৯ টাকা। সংশ্লিষ্ট ফোনটি ওপর গ্রাহকরা পাচ্ছেন ১৩,৯০১ টাকার ছাড়। তাছাড়া গ্রাহকরা চাইলে ফোন এক্সচেঞ্জ এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকরা পাবেন ৫০ হাজার টাকা অবধি এক্সচেঞ্জ অফার। তবে এই ছাড়ের পরিবার নির্ভর করবে আপনার ফোনটির বর্তমান অবস্থা এবং ব্র্যান্ড-এর ওপর। তবে কোন ক্রেতা যদি আইফোনের বদলে আইফোন ১৫ কিনতে চান সেক্ষেত্রে তিনি পাবেন সর্বাধিক ছাড়।
আইফোন ১৫ ফোনের ফিচারস:
সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে। iPhone 15 ফোনটিতে ব্যবহৃত হয়েছে Apple A১৬ বায়োনিক চিপ। এর জন্য ফোনটি খুব স্মুথ ভাবে কাজ করবে। সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৪৮ এমপি মেন রেয়ার ক্যামেরা সেনসর। অল্প আলোতে ভালো ফটো তোলার জন্য সংশ্লিষ্ট ফোনের ক্যামেরাতে রয়েছে আকর্ষণীয় ফিচারস।
এছাড়াও ফোনটিতে রয়েছে একটি আল্ট্রা ওয়াইল্ড ক্যামেরা সেন্সর এবং একটি টেলিফটো লেন্স ক্যামেরা সেন্সর। পূর্বের আইফোনের মডেল গুলি তুলনায় সংশ্লিষ্ট ফোনের এই মডেলটিতে ব্যবহৃত হয়েছে একটি শক্তিশালী ব্যাটারি যেটি একবার চার্জে অনেকক্ষণ অবধি চলবে। চার্জিং-এর সুবিধার্থে রয়েছে USB Type C পোর্ট সাপোর্ট সিস্টেম। iPhone 15 ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।