Samsung Galaxy M35 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন, এর স্পেসিফিকেশন কী হতেপারে?
Samsung Galaxy M35 5G: খুব দ্রুত ভারতীয় বাজারে আসতে চলেছে Samsung Galaxy M35 5G স্মার্টফোন। ফোনের একটি সাপোর্টেড পেজ Samsung India ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। তার ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে ভারতীয় বাজারে মুক্তি পেতে চলেছে Samsung Galaxy M35 5G ফোন। ২০২৩ সালের জুলাই মাসে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy M34 5G স্মার্টফোন। তার সাকসেসর আর মডেল হিসেবে ভারতীয় বাজারে আসতে চলেছে Samsung Galaxy M35 5G স্মার্টফোন।
Samsung Galaxy M35 5G ফোন সম্পর্কে প্রকাশিত তথ্য:
সংশ্লিষ্ট ফোনটিতে থাকা সম্ভাবনা রয়েছে NFC, LTI, ৫জি কন্টক্টিভিটি। ফোনটিতে থাকতে পারে ২৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। এছাড়াও ফোনটিতে থাকতে পারে ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। Samsung Galaxy M35 5G ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ৬,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি।
এছাড়াও এই ফোনটিতে ব্যবহৃত হতে পারে স্যামসাং সংস্থার নিজস্ব Exynos 1380 চিপসেট। সংশ্লিষ্ট ফোনটিতে থাকতে পারে ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট। সম্ভবত Samsung Galaxy M35 5G ফোনটি Android 14 based One UI 6 দ্বারা পরিচালিত হবে।
Samsung Galaxy A35 5G ফোনটি সম্ভবত রebadged Version হিসাবে বাজারে আসতে পারে Samsung Galaxy M35 5G ফোনটি। সেই কারণে এই দুটি ফোনের ফিচারস স্পেসিফিকেশন এবং ডিজাইনে অনেকাংশে মিল থাকার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy A35 5G ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি, ২৫ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। ফোনটিতে রয়েছে স্যামসাং সংস্থার নিজস্ব Exynos 1380 প্রসেসর, এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। রেজোলিউশন যুক্ত সুপার AMOLED ৬.৬ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে।
ভারতীয় বাজারে এসেছে Samsung Galaxy F15 5G স্মার্টফোন:
Samsung Galaxy F15 5G স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। সংশ্লিষ্ট ফোনটি এবার ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ। Samsung Galaxy F15 5G স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৫,৯৯৯ টাকা।
আরও পড়ুন👉: Upcoming Bikes: রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ! ভারতে ঝড় তুলতে আসছে এই নতুন ১০ বাইক ও স্কুটার