Realme Narzo 70 5G: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন? দাম কত হতে পারে ? কী কী ফিচারই বা থাকতে পারে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Realme Narzo 70 5G: আগামীকাল অর্থাৎ ২৪ এপ্রিল ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Realme Narzo 70 5G স্মার্টফোন। দেশীয় বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগে ফোনটি ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Realme Narzo Series-এর এই ৫জি ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে AMOLED ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে, সংশ্লিষ্ট ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে গ্রাহকদের Biometric Authentification হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (In Display Fingerprint Scanner)। Realme Narzo 60 5G ফোনের সাকসেসর মডেল হিসাবে ভারতীয় বাজারে আসতে পারে Realme Narzo 70 5G ফোনটি।

সংশ্লিষ্ট ফোনটিতে থাকতে পারে থার্মাল ম্যানেজমেন্টের (Thermal Management) জন্য একটি ভেপার চেম্বার (Vapour Chember)। এর অর্থ একটানা অধিক সময় ফোন ব্যবহার করলে ফোন করো হবেনা বা ফোন গরম হলেও সেই তাপ অপসারণ এর জন্য থাকবে এই ভেপার চেম্বার। এছাড়াও সংশ্লিষ্ট এই ফোনটিতে ব্যবহৃত হতে পারে MediaTek demanCity 7050 চিপসেট।

Realme এই ফোনের অফিসিয়াল মাইক্রোসাইডে প্রকাশ পেয়েছে যে, Realme Narzo 70 5G ফোনটি আগামীকাল দুপুর ১২ টায় ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, ভারতীয় বাজারে ফোনটির দাম ১৫ হাজার টাকা থেকে শুরু হবে। আগামীকাল Realme Narzo 70X 5G ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশের কথা রয়েছে। তবে এই ফোনটির দাম হতে পারে ১২ হাজার টাকার কম। যদিও নির্দিষ্টভাবে দাম সম্পর্কিত কোন তথ্য সামনে আসেনি।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: মাত্র ৯,৯৯৯ টাকায় লঞ্চ হলো itel S24, 108MP ক্যামেরা সহ আর কী কী রয়েছে এতে?

Realme Narzo 70 5G সম্পর্কিত যে যে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে তা হল-

Realme Narzo 70 5G ফোনটিতে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে ব্যবহৃত হতে পারে MediaTek demanCity 7050 চিপসেট। ফোনটিকে ঠান্ডা রাখার জন্য সংশ্লিষ্ট ফোনে থাকতে পারে ৪৩৫৬ মিমি চৌকো আকৃতির একটি ভেপার সিস্টেম। সংশ্লিষ্ট ফোনের মাইক্রোসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, এই ফোনটিতে থাকতে পারে, গোলাকৃতি ক্যামেরা সেটআপ। ফোনটিতে অথরাইজেশনের জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন👉: BharatPe: একই ডিভাইসে করা যাবে সবরকম পেমেন্ট! নতুন পরিষেবায় কী কী সুবিধে চালু করলো ভারত পে?

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন

আরও পড়ুন👉: Upcoming Bikes: রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ! ভারতে ঝড় তুলতে আসছে এই নতুন ১০ বাইক ও স্কুটার