BharatPe: একই ডিভাইসে করা যাবে সবরকম পেমেন্ট! নতুন পরিষেবায় কী কী সুবিধে চালু করলো ভারত পে?
BharatPe Online Payment System: ভারতের বৃহত্তম ফিনটেক সংস্থা ভারত পে (BharatPe) গ্রাহকদের জন্য চালু করলো নতুন একটি পরিষেবা। ব্যবসায়িক গ্রাহকদের পেমেন্ট নেওয়ার জন্য আর ঝঁক্কি পোয়াতে হবে না। খুব সহজেই একই ডিভাইসের মাধ্যমে বিভিন্ন রকম পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। ভারত পে বাজারে নিয়ে এলো অনেক সমস্যার সমাধানে একটি যন্ত্র ‘ভারত পে ওয়ান‘।
সকল সমস্যা সমাধানের (BharatPe One) এই পেমেন্ট প্রোডাক্টে থাকবে POS (Point of Sale), QR Code এবং স্পিকার। এই একটি ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন ৩টি পরিষেবার সুবিধা। গতকাল অর্থাৎ ২৩ এপ্রিল ভারতীয় বাজারে এসেছে এই নতুন যন্ত্র ‘ভারত পে ওয়ান’ (BharatPe One)।
প্রথমে ১০০ শহরে চালু হবে এই নতুন পরিষেবা:
সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে যে, প্রাথমিক অবস্থায় ভারতের প্রায় ১০০ টি শহরের এই ভারত পে ওয়ান (BharatPe One) যন্ত্রটি আনা হবে। এরপর আগামী ছয় মাসের মধ্যে দেশের আরও ৪৫০ টি শহরে এই যন্ত্র আনা হবে। বড় বড় ব্যবসায়ীদের ভারত পে ওয়ানকে যন্ত্রটিকে ঘিরে রয়েছে নানান বড় বড় পরিকল্পনা তা অনুমান করছে সংস্থাটি।
ভারত পে ওয়ানে যন্ত্রের ফিচার্স:
এই যন্ত্রে রয়েছে হাই ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে ৪জি কানেক্টিভিটি এবং ওয়াইফাই (WiFi) সিস্টেম। অত্যাধুনিক অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম এই ডিভাইসটি। এই ভারত পে ওয়ান (BharatPe One) ডিভাইস রয়েছে দুরন্ত পারফরম্যান্স ও নিরাপত্তার বেষ্টনী। এছাড়াও এই যন্ত্রে রয়েছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, পোর্টেবল ডিজাইন, কম্প্রিহেনসিভ ট্রানসাকশান ড্যাশবোর্ড। অফলাইন ব্যবসায়ীদের জন্য একটি দারুণ সুবিধা প্রদান করতে চলেছে ভারত পে ওয়ান (BharatPe One) ডিভাইস।
আরও পড়ুন 👉: ভারতে কম দামে লঞ্চ হল HMD Vibe মোবাইল, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত
একই স্থানে মিলবে সকল সুবিধা:
এই ভারত পে ওয়ান (BharatPe One) ডিভাইসটি বানানো হয়েছে ব্যবসায়ীদের লেনদেন আরও সহজ করার জন্য। এই ডিভাইসটিতে ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের জন্য ডায়নামিক ও স্ট্যাটিক QR কোড, ট্যাপ অ্যান্ড পে, কার্ড পেমেন্ট ইত্যাদি পরিষেবা। বিভিন্ন মাধ্যমে যাতে গ্রাহকরা ব্যবসায়ীদের সঙ্গে অর্থ লেনদেন করতে পারেন সেই জন্য এই ডিভাইসটি আনা হয়েছে।
সংস্থার সিইও-এর বক্তব্য:
ভারত পে (BharatPe) সংস্থার CEO নলিন নেগি বলেন, ‘একটা সাশ্রয়ী ডিভাইসের মধ্যে একত্রে একাধিক ফিচার্স যোগ করা হয়েছে ভারত পে ওয়ানে। বিভিন্ন সেক্টরের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের চাহিদার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে’।