50MP ক্যামেরা ও 5,200mAh ব্যাটারি দারুণ ডিজাইন সহ আত্মপ্রকাশ করলো দুর্দান্ত এই ফোন! জেনে নিন বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Huawei সংস্থার তরফ থেকে Pura 70 ফ্ল্যাগশিপ সিরিজের ফোন আত্মপ্রকাশ করতে চলেছে। সংশ্লিষ্ট কোম্পানি নিজেদের হোম মার্কেটে এই ফোনটি আনতে চলেছে। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে Pura 70, Pura 70 Pro, Pura 70 Pro+ এবং Pura 70 Ultra ফোনগুলি বাজারে আসতে চলেছে। সংশ্লিষ্ট ফোনের স্পেসিফিকেশনে রয়েছে Kirin 9010 চিপসেট যেটি Kirin 9000s চিপসেটের আপগ্রেড ভার্সন হিসাবে বাজারে এসেছে। সংশ্লিষ্ট সিরিজের Pura Ultra এবং Pro+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নীচে আলোচনা করা হলো।

সংশ্লিষ্ট সিরিজের ফোনের ডিজাইন এবং কালার:

Huawei সংস্থার তরফ থেকে Pura 70 সিরিজের ফোনগুলি “Vane Design” সমেত লঞ্চ করা হয়েছে। ফোনটির ব্যাকপ্যানেল রয়েছে রেয়ারে ট্রাঙ্গেল সেপ ক্যামেরা বাম্প যেটি ব্যাক প্যানেলের কালার এর সঙ্গে মিশে যায়। Pura 70 Pro+ এবং Pura 70 Ultra ফোনে রয়েছে ফ্রন্ট এবং ব্যাকে কার্ভ এজ। তবে Pro Plus এবং Ultra ফোনের মডিউলে রয়েছে স্পেশাল লেদার ভেরিয়েন্ট এবং গোল্ড ফিনিশিং।

সংস্থার তরফ থেকে Huawei Pura 70 Ultra ফোনটি Star Black, Starburst White, Mocha Brown এবং Chanson Green এই রঙে উপলব্ধ রয়েছে। আর Huawei Pura 70 Pro ফোনটি Phantom Black, Light Wooven Silver এবং String White রঙে কিনতে পারবেন গ্রাহকরা।

Huawei Pura 70 সিরিজের ফোনের দাম:

Huawei Pura 70 Ultra ফোনটির দুটি ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছে। উক্ত ফোনটির ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৯,৯৯৯ Yuan যা ভারতীয় টাকায় প্রায় ১,১৫,২৫৩ টাকা। এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১০,৯৯৯ Yuan যা ভারতীয় টাকায় প্রায় ১,২৯,৫২০ টাকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: Samsung Galaxy M35 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন, এর স্পেসিফিকেশন কী হতেপারে?

Huawei Pura 70+ ফোনটি বাজারে লঞ্চ হয়েছে দুটি ভ্যারিয়েন্টে। সংশ্লিষ্ট ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৭,৯৯৯ Yuan যা ভারতীয় টাকায় প্রায় ৯২,৩৩৩ টাকা। এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৮,৯৯৯ Yuan যা ভারতীয় টাকায় প্রায় ১,০৩,৮৭৩ টাকা।

চিনা বাজারে আত্মপ্রকাশের সাথে সাথেই ফোন দুটির বিক্রি শুরু হয়েছে। তবে ভারতীয় বাজারে এই ফোন দুটি আত্মপ্রকাশের সম্ভাবনা নেই। কারণ ভারতীয় বাজারে Huawei কোম্পানির ফোন আত্মপ্রকাশ করা হয় না।

Huawei Pura 70 Ultra ফোন Pura 70 Pro+ ফোনের স্পেসিফিকেশন:

ডিসপ্লে (Display): 

Huawei Pura 70 Pro+ এবং Ultra ফোন দুটিতে রয়ে হয়ে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৮ ইঞ্চির OLED LTPO প্যানেল। যেটি ২৮৪৪ × ১২৬০ পিক্সেল রেজোলিউশন FHD+ এবং ১৪৪০ হার্টজ ডিমিং যুক্ত। সংশ্লিষ্ট ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও উপলব্ধ রয়েছে সেকেন্ড জেনারেশন Kunlun glass।

আরও পড়ুন👉: Realme Narzo 70 5G: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন? দাম কত হতে পারে ? কী কী ফিচারই বা থাকতে পারে?

প্রসেসর (Prosesor): 

Huawei সংস্থা Huawei Pura 70 Pro+ এবং Ultra ফোনে ব্যবহার করেছে নতুন Kirin 9010 চিপসেট। গ্রাফিক্সের জন্য ফোনটিতে রয়েছে মেলেওন 910 জিপিউ।

Pura 70 Pro+ ফোনের ক্যামেরা (Camera): 

Pura 70 Pro+ ফোনে রয়েছে super-concentrated এফ/১.৪ এবং এফ ৪.০ অ্যাপচার যুক্ত OIS অপ্টিকল ইমেজ স্টেবলাইজার ক্যামেরা। আরও আছে এফ ২.২ অ্যাপচার সহ ১২.৫ এমপি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং OIS অপ্টিকল ইমেজ স্টেবলাইজার ক্যামেরা। আর একটি এফ ২.১ অ্যাপচার সহ ৪৮ এমপি super-concentrated ম্যাক্রো টেলিফটো ক্যামেরা। সংশ্লিষ্ট ফোনে সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য রয়েছে এফ ২.৪ অ্যাপচার সহ ১৩ এমপি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

Pura 70 Ultra ফোনের ক্যামেরা (Camera):

সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৫০ এমপি super-concentrated retractable ক্যামেরা। এফ ২.২ অ্যাপচার সহ ৪০ এমপি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ক্যামেরা সেন্সর এবং এফ ২.১ অ্যাপচার সহ ৫০ এমপি super-concentrated ম্যাক্রো টেলিফটো ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ১৩ এমপি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

ব্যাটারি (Battery):

Huawei সংস্থা Pro+ ফোনটিতে রয়েছে ৫,০৫০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। Ultra ফোনটিতে রয়েছে ৫,২০০ mAh ব্যাটারি। সংশ্লিষ্ট ফোন দিতে রয়েছে ১০০ ওয়্যার এবং ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারস। তাছাড়া ফোনটিতে রয়েছে ২০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারস।

আরও পড়ুন👉: Upcoming Bikes: রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ! ভারতে ঝড় তুলতে আসছে এই নতুন ১০ বাইক ও স্কুটার

ওএস ও কানেক্টিভিটি (OS And Connectivity): 

সংশ্লিষ্ট ফোন দুটি Harmony OS 4.2-তে কাজ করতে সক্ষম। এছাড়াও এই ফোনগুলোতে রয়েছে ডুয়েল সিম ফিচারস, ৫জি ওয়াইফাই (WiFi)802.11ax, NFC, IR ব্লাস্টার, ব্লুটুথ ৫.২, স্যাটেলাইট কলিং ফিচারস এবং IP68 সার্টিফিকেশন যুক্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন