Realme C67 5G: রিয়েলমির প্রথম ৫জি ফোন আসছে এই মাসেই, কবে লঞ্চ? কেমন দেখতে হবে? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Realme C67 5G Price in India, Realme C67 5G Specifications, Realme C67 5G Launch Date in India, রিয়েলমি সি৫১ 5G

Realme C67 5G: ২০২৩ সালের অন্তিম মাসে অর্থাৎ ডিসেম্বরে একাধিক মোবাইল আত্মপ্রকাশ করতে চলছে ভারতীয় বাজারে।  এবার সেই তালিকায় যুক্ত হল  রিয়েলমি সি৬৭ ৫জি (Realme c67 5G) ফোন। ১৪ ডিসেম্বর দুপুর বারোটার সময় ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে এই ফোনটি। আপনার সাধ্যের মধ্যেই দাম (Budget Range 5G Phone) হতে চলেছে এই ৫জি মডেলটি।

গত সেপ্টেম্বর মাসে রিয়েলমি সি৫১ (Realme C51) মডেলটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে। কিন্তু ওই ফোনটিতে ছিল না ফাইভ-জি কানেক্টিভিটিস সাপোর্ট সিস্টেম। এই একই বছরে রিয়েলমি (Realme) সংস্থা আরও একটি মোবাইল ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। তবে এটি একটি ৫জি মডেল এবং ওই মডেলের দাম থাকছে একদম পকেট ফ্রেন্ডলি।  যদিও এই মডেলটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করা রিয়েলমি সি সিরিজের ফাস্ট 5G মোবাইল। সামনে এলো এই ফোনের লুক এবং ডিজাইন।

কেমন দেখতে হবে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন? (Realme C67 5G Specifications)


  রিয়েলমি সি৬৭ ৫জি (Realme c67 5G) মোবাইলটি হবে সবুজ রঙের। এই মডেলের  ব্যাক সাইডে বাঁদিকে উপরের দিকে গোল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেই সেটআপে ২টি ক্যামেরা এবং একটি চৌকো LED ফ্ল্যাশলাইট থাকবে।   রিয়েলমি সি৬৭ ৫জি (Realme c67 5G) মডেলটিতে ব্যবহৃত হবে  ৫০ এমপি ক্যামেরা ফিচারস।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই প্রথম ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করা প্রথম রিয়েলমি ফোনে থাকবে ফ্ল্যাট ডিসপ্লে। এই মোবাইলের ডানদিকে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন।  খবর অনুসারে, মোবাইলটি হতে পারে সব থেকে পাতলা ৫জি মোবাইল। গুঞ্জন অনুযায়ী এই ফোনের মূল্য (Realme C67 5G Price in India) থাকতে পারে ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। ৪ জিবি, ৬ জিবি, এবং 8জিবি  ভেরিয়েন্টে এই মডেলটি  ভারতীয় বাজারে আত্মপ্রকাশ হতে চলেছে। তবে সবুজ রঙের সঙ্গে  বেগুনি রঙেও দেখা যেতে পারে এই ফোনটি।

ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে আরও বেশ কয়েকটি ফোন (Realme C67 5G Launch Date in India)

এই তালিকায় আছে আইকিউওও ১২ ৫জি (iqoo12 5G) মোবাইল। ১২ ডিসেম্বর এই মোবাইলটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। এই ফোনে থাকবে ১৫০০ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই মডেলটি হতে পারে একটি সাধ্যের মধ্যে মোবাইল।

Realme C67 5G price specifications launch date in India

ওয়ানপ্লাস ১২ ৫জি (OnePlus 12 5G) মডেলটিও এই মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে ভারতীয় বাজারে। এই মডেল এই মোবাইলটির দামও হতে পারে সাধ্যের মধ্যে অর্থাৎ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মোবাইল। OnePlus 12 ফোনটিতে উপলব্ধ থাকছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট সাপোর্ট সিস্টেম। ২০০০ রেজোলিউশন সমেত ডিসপ্লে থাকবে মডেলটিতে। এই মোবাইলটি ও ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে ১২ ডিসেম্বর

আরও পড়ুন:

👉 Android ফোন আছে? আপনার ফোন অন্য কারও হয়ে যাবে এটি না করলে!

👉 ভারতে এবার Starlink দেবে Jio-র থেকেও সস্তা ইন্টারনেট! Elon Mask-এর প্ল্যানে ঘুম উড়ল আম্বানির

👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?

👉 450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন

👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *