450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Royal Enfield Himalayan 450 Price, Royal Enfield Himalayan 450 Launch Date in India, Royal Enfield Himalayan 450 On Road Price

(১/৬) অ্যাডভেঞ্চার বাইকপ্রেমিদের আবার অনেক প্রতীক্ষার সমাপ্তি ঘোষণা করল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। পুরাতন Himalayan 411- এর পরিবর্তে আজ বেশ আরম্বেরে সাথে ভারতে লঞ্চ হয় Himalayan 450। ইঞ্জিনের ক্ষমতার ভিত্তিতে এই বাইকটিকে Royal Enfield Himalayan 452 বলে সম্বোধন করলেও চলে।  গোয়াতে রয়্যাল এনফিল্ড ‘মোটোভার্স’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতে লঞ্চ হয় এই বাইকটি। বাইকটির বর্তমান বাজার মূল্য ২.৬৯ লক্ষ ( এক্স শোরুম) থেকে ২.৮৪ লক্ষ টাকা অবধি। তবে ইন্ট্রোডাক্টরি মূল্য যার বৈধতা ৩১ ডিসেম্বর, ২০২৩ অবধি।

Royal Enfield Himalayan 450-এর ডিটেইলস

(/) Royal Enfield Himalayan 450-এই মডেলটির চারটি ভ্যারিয়েন্টে এসেছে – Base, Pass ও Summit।  পাঁচটি রঙে এটি উপলব্ধ আছে  – কাজ ব্রাউন, স্লেট হিমালয়ান স্লট, স্লেট পপি ব্লু ও হ্যানলে ব্ল্যাক। Bese ( ক্যামেন্ট ব্লু ও হ্যানকে ব্ল্যাক)-এর দাম  ২.৬৯ লক্ষ টাকা। Pass ( ক্যামেট ব্লু ও হ্যানকে ব্ল্যাক)-এর দাম ২.৭৯ টাকা।  ও Summit ( ক্যামেট ব্লু ও হ্যানকে ব্ল্যাক)-এর দাম ২.৮৪ লক্ষ টাকা।

(৩/৬) হিমালয়ান ৪৫০-এর মূল প্রতিদ্বন্দ্বী হল KTM 390 Adventure X (KTM 390 Adventure-এর এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট)। তবে এছাড়াও আরও কিছু  মডেল আছে যেগুলো এই মডেলটিকে টেক্কা দিতে পারে। তার মধ্যে রয়েছে– Yezdi Adventure, BMW G 310 GSTriumph Scrambler 400X

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(/) Royal Enfield Himalayan 450-এই মডেলটিতে আছে  ৪৫২ সিসি সিঙ্গেল লিকুইড কুন্ড, DOHC, একটি সিলিন্ডার ইঞ্জিন। এর থেকে  ৮,০০০ RPM গতিতে সব থেকে বেশি ৩৯.৫ HP এবং ৫,৫০০ RPM গতিতে ৪৯ NM টর্ক সৃষ্টি হবে। ইঞ্জিনের সাথে তাল মিলিয়ে এতে উপলব্ধ আছে ৬ গতির গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

(৫/৬) Royal Enfield Himalayan 450-এ আকর্ষনীয় হিসাবে আছে  ২০০ মিমি ট্রাভেল সমেত ৪৩ মিম  ইউএসডি ফ্রন্ট ফর্ক ও প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার।  অগ্রভাগে ৩২০ মিমি ডিস্ক ব্রেক এবং পশ্চাতেও রয়েছে ৩৭০ মিমি ডিস্ক ব্রেকের সুবিধা। এই মোটর বাইকটির ওজন ১৯৬ কেজি।  এই মোটর বাইকটিতে উপলব্ধ আছে ১৭ লিটার জ্বালানির ট্যাঙ্ক, ও ডুয়েল পারপাস টায়ার।

Royal Enfield Himalayan 450 Price Specifications launch date in India bengali

(৬/৬) Royal Enfield Himalayan 450-এ রয়েছে ইন্টিগ্রেটেড গুগল ম্যাপ সমেত  ৪ ইঞ্চির একটি সার্কুলার টিএফটি  ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সুইচেবল রিয়ার এবিএস, রাইডিং মোড, অল এলইডি লাইটিং, ডুয়েল পারপাস রিয়ার টেললাইট ও টার্ন ইন্ডিকেটর, স্পোক হুইল, হাইট অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, রাইড বাই ওয়্যার আরও ইত্যাদি।

আরও পড়ুন:

👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?

👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স

👉 এবার Royal Enfield থাকবে প্রতিটি বাড়িতে! বিরাট অফার বাইকপ্রেমীদের জন্য

👉 iQOO 12 লেটেস্ট Android 14 এর সাথে লঞ্চ হতে চলেছে, জানুন কবে আসছে ভারতে

👉 Samsung S20 FE 5G ফোন ৩০,০০০ টাকা এক ঝটকায় সস্তা, এই ভাবে সুযোগ নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *