এবার Royal Enfield থাকবে প্রতিটি বাড়িতে! বিরাট অফার বাইকপ্রেমীদের জন্য
(১/৫) Royal Enfield Bike Offer: মোটরবাইক প্রেমীদের মধ্যে Royal Enfield মোটর বাইক পছন্দ করেন না এমন দুটো পাওয়া মুশকিল। রয়েল এনফিল্ড মোটর বাইকের জনপ্রিয়তা চাহিদা বেশ বেশি। তাই বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই কোম্পানি নিয়ে আসছে একের পর এক নিত্য নতুন মডেল।
(২/৫) Royal Enfield কোম্পানি তাদের Royal Enfield Hunter 350 মডেলটি লঞ্চ করে প্রায় সমস্ত বাইকপ্রেমীদের অবাক করে দিয়েছে। যে সমস্ত বাইক প্রেমিকরা সঞ্চিত মূল্যের মধ্যে স্টাইলিশ এবং শক্তিশালী মোটরবাইক মোটরবাইক নিতে আগ্রহী, মূলত তাদের কথা ভেবেই রয়েল এনফিল্ড সংস্থাটি তাদের রয়েল এনফিল্ড হান্টার 350 লঞ্চ করার কথা ভাবেন।
(৩/৫) কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী বা পেশাদারী অনেকেই হালকা এবং স্টাইলিশ রয়েল এনফিল্ড মোটরবাইক কিনতে আগ্রহী থাকেন। এই সমস্ত কথা চিন্তা করে রয়েল এনফিল্ড ভারতের বাজারে নিয়ে এলো নতুন রয়েল এনফিল্ড হান্টার ৩৫০।
ফিচারস এবং স্পেসিফিকেশন:
(৪/৫) এই মোটরবাইকের মধ্যে উপলব্ধ রয়েছে ৩৯৪.৩৪ সিসির বড় ইঞ্জিন। এর সাথেই আছে ২০.৪ পিএস পাওয়ার। ২৭ এনএম টর্ক উৎপন্নের সুবিধা। এই মোটরবাইকে রয়েছে এয়ার কুল্ড ইঞ্জিন, যার মধ্যে আছে ৬-স্পিড ট্রান্সমিশন। এই বাইকটির বর্তমান এক্স শোরুম মূল্য ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। কিন্তু যদি আপনি এই বাইকটি কিনতে চান? তাহলে বর্তমানে আপনি পাবেন একটি আকর্ষণীয় ছাড়। এই সময়ে আপনি মাত্র ৮০০০ টাকার বিনিময়ে বাইকটি কিনতে পারবেন। কিভাবে সম্ভব সেটাই জেনে নিন এই প্রতিবেদনে।
মোটর বাইকের দাম:
(৫/৫) Royal Enfield সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আপনি মাত্র ৮,৬৫৬ টাকা ডাউন পেমেন্ট করে মোটরবাইকটি কিনতে পারবেন এবং আপনি এটি পেয়ে যাবেন মাত্র ১০ শতাংশ সুদের হারে। প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে ৫,৯৩৯ টাকা। এবং এই ইএমআইটি আপনাকে মোট ৩৬ মাস অর্থাৎ তিন বছর দিতে হবে।
আরও পড়ুন:
👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স
👉 iQOO 12 লেটেস্ট Android 14 এর সাথে লঞ্চ হতে চলেছে, জানুন কবে আসছে ভারতে
👉 Samsung S20 FE 5G ফোন ৩০,০০০ টাকা এক ঝটকায় সস্তা, এই ভাবে সুযোগ নিন
👉 Vespa Scooter: এই স্কুটার উড়িয়ে দিত ট্যাঙ্ককেও! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!
👉 Apple iPhone 16 Pro-র ক্যামেরার চমক দেখবে বিশ্ব, এই ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা