Samsung S20 FE 5G ফোন ৩০,০০০ টাকা এক ঝটকায় সস্তা, এই ভাবে সুযোগ নিন
(১/৬) Samsung S20 FE 5G price: Samsung S20 FE 5G এই মোবাইলটি Samsung সংস্থার তরফ থেকে ২০২১ সালে বাজারে আসে। এই ফোনটি হল ৩ নম্বর প্রিমিয়াম স্মার্টফোন, Fold এবং S22 সিরিজের পর সংস্থার তরফ থেকে বাজারে আসে। বর্তমানে কি কি ছাড় আছে ফোনে?কোন প্ল্যাটফর্ম থেকে সব থেকে সস্তায় কিনতে পারবেন ফোনটি? সেটাই জেনে নিন এই প্রতিবেদনে।
(২/৬) Samsung কোম্পানির আকর্ষনীয় ফিচারস যুক্ত কিছু প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল। কিন্তু চড়া দামের কারণে কিনতে মনস্থির করেও কিনতে পারেন না অনেকেই। আপনি যদি Samsung এর মতো কোম্পানির একটি প্রিমিয়াম সেগমেন্ট ফোন কিনতে চান তবে আপনি সেটি পেতে পারেন অর্ধেকেরও কম দামে।
(৩/৬) বর্তমানে samsung S20 FE 5G ফোনটি অনলাইন প্ল্যাটফর্ম Amazon অ্যাপ পেয়ে যাবেন অনেক কম দামে। এমন ছাড় Samsung কোম্পানির তরফ থেকে আগে কখনও দেওয়া হয়নি। Samsung S20 5G মোবাইলটি সংস্থার তরফ থেকে বাজারে নিয়ে আসা হয় ২০২১ সালে। এটি Samsung কোম্পানির তরফ থেকে লঞ্চ হওয়া ৩ নম্বর প্রিমিয়াম স্মার্টফোন। বর্তমানে ফোনটিতে কি কি ছাড় রয়েছে জেনে নিন।
Samsung S20 FE 5G-এর ছাড়ের পর নয়া দাম:
(৪/৬) Samsung কোম্পানির যখন মোবাইলটি প্রথম বাজারে আনেন তখন এই ফোনের দাম ছিল ৭৪,৯৯০টাকা। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম Amazon-এ দিচ্ছে ৫৩ শতাংশ ছাড়। এই ছাড়ের পর এই মোবাইলটির দাম হয়েছে ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও আপনি পাবেন অতিরিক্ত ব্যাংক অফার। এই মোবাইলটি যদি আপনি HDFC ব্যাংকের কার্ড দিয়ে EMI-তে কেনেন তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র ১২৫০ টাকা দিতে হবে। HSBC ব্যাংকের কার্ড থাকলে পাবেন আরও অতিরিক্ত ৫ শতাংশ ছাড়।
Samsung galaxy S20 FE 5G মোবাইলের ফিচারস এবং স্পেসিফিকেশন:
(৫/৬) এই মোবাইলে উপলব্ধ আছে 5G রেডি প্রসেসর। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টা-কোর প্রসেসর। ফোনটিতে উপলব্ধ আছে ৮জিবি, র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মোবাইলটি Android 11-এ কার্যকরী। এতে রয়েছে ৩টি রিয়ার ক্যামেরা।
( প্রমটি ১৩ এমপি সেন্সর এবং ২নং টি ৮ এমপি ওআইএস টেলি ক্যামেরা এবং লাস্টটি ১২ এমপি আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফির জন্য উপলব্ধ আছে ৩২ এমপি ক্যামেরা। ফোনটিতে উপলব্ধ আছে ১২০ হার্জরিফ্রেশ রেট যুক্ত ৬.৫ ইঞ্চির ইনফিনিটি এবং সুপার অ্যামলেড ডিসপ্লে। ৪৫০০ এমএএইচ ব্যাটারির সাথে সুপার ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা।
আরও পড়ুন:
👉 iQOO 12 লেটেস্ট Android 14 এর সাথে লঞ্চ হতে চলেছে, জানুন কবে আসছে ভারতে
👉 Vespa Scooter: এই স্কুটার উড়িয়ে দিত ট্যাঙ্ককেও! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!
👉 Apple iPhone 16 Pro-র ক্যামেরার চমক দেখবে বিশ্ব, এই ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা
👉 সুপারফাস্ট প্রসেসর, কাঁচের মতো ক্যামেরা সহ Samsung-এর এই মোবাইল মিলবে আকর্ষণীয় দামে
👉 GPay করার আগে এই অ্যাপ খুললেই বিপদ! গ্রাহকদের সতর্ক করল Google