GPay করার আগে এই অ্যাপ খুললেই বিপদ! গ্রাহকদের সতর্ক করল Google

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) অনলাইন লেনদেনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত মাধ্যম হল Google Pay UPI পেমেন্ট অ্যাপ। ভারতবর্ষে জনপ্রিয় ৫টি UPI অ্যাপ গুলির মধ্যে একটি Google Pay। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে Google pay পেমেন্ট অ্যাপের একটা বড় বাজার হল ভারত।

(২/৬) বর্তমানে Google Pay-এর মাধ্যমেও মানুষকে হতে হচ্ছে প্রতারিত। সার্চ ইঞ্জিন জায়েন্টর পক্ষ থেকে জানানো হয়েছে যে, রিয়্যাল টাইম ভিত্তিতে সন্দেহজনক লেনদেন ধরার জন্য গুগলের সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ পদ্ধতি প্রয়োগ করা হয়। যদিও গুগল পে-এর পক্ষ থেকে একথাও জানানো হয়েছে যে, কেবল মাত্র তাদের অনলাইন প্ল্যাটফর্ম সংস্থা নিরাপত্তা কঠোর করলে হবে না।

(৩/৬) সংস্থা তরফ থেকে বলা হয়েছে, “আমরা আপনাদের নিরাপদে রাখতে সমগ্র ইন্ডাস্ট্রির সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।” এর অর্থ অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে Google Pay-এর দ্বারা লেনদেনের সময় সতর্ক থাকবে হবে আপনাকেও।

(৪/৬) সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে কিছু টিপস। সংস্থার পক্ষ থেকে প্রথমত বলা হয়েছে Google pay-এর মাধ্যমে লেনদেনের সময় বন্ধ করে রাখতে হবে ফোনে থাকা সমস্ত স্ক্রিন শেয়ারিং অ্যাপ। লেনদেনের সময় ভুল করে হলেও ব্যবহার করা যাবে না স্ক্রিন শেয়ারিং অ্যাপ গুলি।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কি এই স্ক্রিন শেয়ারিং অ্যাপ:

(৫/৬) স্ক্রিন শেয়ারিং অ্যাপ হল সেই সমস্ত অ্যাপ যার মাধ্যমে অন্য কোনো একজন মানুষ আপনার ডিভাইসের স্ক্রিন টি দেখতে পায়। ফোন, ট্যাবলেট, কম্পিউটার প্রায় সব ডিভাইসেই ব্যবহৃত এই স্ক্রিন শেয়ারিং অ্যাপ। অন্য স্থান থেকে আর এক স্থানে ফোন বা অন্য কোনো ডিভাইস ঠিক করতে এই অ্যাপগুলি ব্যবহৃত হয়। আপনার কাছে থাকা ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যেতে পারে এই অ্যাপের দ্বারা। এর মধ্যে আছে স্ক্রিন শেয়ার, এনিডেস্ক এবং টিমভিউয়ারের মতো অ্যাপ গুলি।

Google pay- এর দ্বারা লেনদেন করার সময় ব্যবহার করবেন না কোনো স্ক্রিন শেয়ারিং অ্যাপ।

  • প্রতারকগণ স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করে আপনার ফোন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে করতে পারে লেনদেন।
  • আপনি যাচাই করে নিতে পারেন আপনার ATM বা ডেবিট কার্ডের সমস্ত তথ্য।
  • প্রতরকগণ আপনার ফোনে পাঠানো সকল OTP দেখে নিতে পারে। আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারে অর্থ।
Be careful when opening this app before GPay! Google warned customers

(৬/৬) Google সংস্থা তার Google pay ইউজারদের সাবধান করে বলেছেন, তাদের তরফ থেকে লেনদেন সংক্রান্ত বিষয়ে থার্ড পার্টি ডাউনলোড বা ইনস্টল করতে বলা হয় না। যদি আপনি অ্যাপ গুলি ডাউনলোড করে থাকেন তবে google pay-এর মাধ্যমে লেনদেনের সময় সেই সমস্ত অ্যাপ গুলি বন্ধ রাখুন। Google pay সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, “গুগল পে-র প্রতিনিধি হয়ে কেউ যদি আপনাকে থার্ড পার্টি স্ক্রিন শেয়ারিং অ্যাপগুলি ডাউনলোড করার পরামর্শ দেয়, তাহলে খবরদার করবেন না। আপনার ফোনে থাকলেও ওই অ্যাপগুলি আনইনস্টল এবং ডিলিট করুন। বিষয়টি নিয়ে গুগল পে-র কাছে রিপোর্টও করতে পারেন।”

আরও পড়ুন:

👉 POCO India Sale: লোভনীয় অফার! ৬,০০০ টাকা ছাড় এই সব POCO স্মার্টফোনে

👉 ১ ডিসেম্বর থেকে SIM Card কেনার নিয়ম বদলে ফেলতে চলেছে DoT! না মানলেই হবে জেল

👉 Facebook Earn Money : বোনাস দিচ্ছে ফেসবুক! মেটা আনল টাকা আয় করার দারুণ উপায়

👉 62,999 টাকার Xiaomi 12 Pro 5G ফোন এখন মাত্র 27,999 টাকায়! Croma-র দারুন অফার

👉 Amazon Sale: স্মার্টফোনে‌ 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *