এই ৫ অ্যাপ ২০২৩ সালে সবথেকে বেশি ডাউনলোড করা হয়েছে
(১/৮) Most Downloaded Apps in 2023: আপনি কী জানেন গতবছর অর্থাৎ ২০২৩ সালে সব থেকে জনপ্রিয় app কোনটি? বিগত বছরে যে অ্যাপটি সর্বাধিক পরিমাণে ডাউনলোড করা হয়েছে সেটিই হল সব থেকে জনপ্রিয় অ্যাপ। সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার শীর্ষস্থানে রয়েছে Google App।
(২/৮) এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Instagram App। অ্যানালিস্ট প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির রিপোর্ট অনুসারে, এই সময় অবধি Google অ্যাপটি প্রায় ৪৪৯ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালেই এই অ্যাপটি ৪০ মিলিয়ন সংখ্যক বার ডাউনলোড হয়েছে।
(৩/৮) যদিও পরিসংখ্যানের দিক দিয়ে ইনস্টাগ্রামও বেশি পিছিয়ে নেই। বিগত বছরে অর্থাৎ ২০২৩ সালে Instagram অ্যাপটি প্রায় ৩০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)।
(৪/৮) এই অ্যাপটি সর্বমোট ২৬৬ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। বিগত বছর অর্থাৎ ২০২৩ সালে একটি প্রায় ১৮ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। ২০২৩ সালে কোন অ্যাপটি কতবার ডাউনলোড করা হয়েছে? জেনে দিন আজকের প্রতিবেদনে।
সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ (Downloaded Apps in 2023)
গুগল (Google)– এই সময় পর্যন্ত Google অ্যাপটি প্রায় ৪৪৯ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে ডাউনলোড হয়েছে ৪০ মিলিয়ন বার।
ইনস্টাগ্রাম (Instagram) – এই সময় পর্যন্ত Instagram অ্যাপটি প্রায় ৩৬৪ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে ডাউনলোড হয়েছে ৩০ মিলিয়ন বার।
রিলায়েন্স জিও (Reliance Jio)– এই সময় পর্যন্ত Reliance Jio অ্যাপটি প্রায় ২৬৬ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে ডাউনলোড হয়েছে ১৮ মিলিয়ন বার।
ফ্লিপকার্ট (Flipkart)– এই সময় পর্যন্ত Flipkart অ্যাপটি প্রায় ২২০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে ডাউনলোড হয়েছে ২৮মিলিয়ন বার।
হোয়াটসঅ্যাপ (WhatsApp)– এই সময় পর্যন্ত WhatsApp অ্যাপটি প্রায় ২১০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে ডাউনলোড হয়েছে ২০ মিলিয়ন বার।
মেটা (Meta)– এই সময় পর্যন্ত Instagram অ্যাপটি প্রায় ২০৭ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে ডাউনলোড হয়েছে ২১ মিলিয়ন বার।
সবথেকে পছন্দের অ্যাপ (Most preferred apps in 2023)
(৫/৮) সর্বাধিক ডাউনলোড এর ভিত্তিতে যদি জনপ্রিয়তার হিসাব করা হয় তবে instagram, whatsapp, facebook-এর জনপ্রিয়তা সর্বাধিক। যদি এই তিনটে প্ল্যাটফর্মকে একসঙ্গে ধরা হয় তবে মেটাই সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
(৬/৮) ২০২৩ সালে প্রায় ৭০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে মেটা। একত্রে সর্বমোট ৭৮২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে এই মেটা অ্যাপটি। গুগলের মূল সংস্থা আলফাবেট এইএনসি প্রায় ৫২৭ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।
ফ্লিপকার্টকে কড়া টক্কর দিচ্ছে মিশো
(৭/৮) অনলাইন সেলিং প্ল্যাটফর্ম গুলি মধ্যে Flipkart-কে টক্কর দিচ্ছে Meesho অ্যাপটি। ছোট শহর গুলিতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে Meesho অ্যাপটি। গত বছর Meesho অ্যাপটিতে 35.8 মিলিয়ন সক্রিয় ইউজার আছে।
(৮/৮) বর্তমানে Meesho অ্যাপটি ১১ মিলিয়ন সক্রিয় ইউজার সমন্বিত Shopsy অ্যাপের থেকে এগিয়ে আছে। অনলাইন সেলিং অ্যাপ Amazon এবং Flipkart রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। বিগত বছরে Flipkart অ্যাপটি ৮২.১ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। বিগত বছরে Amazon সেলিং অ্যাপের ছিল ৭৬ মিলিয়নের বেশি সক্রিয় ইউজার।