RBI: এই অ্যাপটি নেই তো আপনার ফোনে? ডিলিট করার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আপনিও যদি ট্রেন্ডিং-এ গা ভাসাতে পছন্দ করেন তবে একটু সতর্ক থাকুন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তরফ থেকে একটি সতর্কবার্তা জারি হয়েছে। যে বার্তা অনুসারে, এমন অনেক অ্যাপ (App) রয়েছে যেগুলি আপনার জন্য হয়ে উঠতে পারে সমস্যার কারণ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মত অনুসারে, এমন একাধিক অ্যাপ আছে যা ফরেক্স দ্বারা অনুমোদন প্রাপ্ত নয়। ওই সকল App গুলি ব্যবহার থেকে বিরত থাকার কথাই বলেছে RBIReserve Bank of India এবার Olymp Trade নামে একটি অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ট্রেডিং অ্যাপ্লিকেশনগুলি (Trading Apps) কোনো অ্যাথিক নিয়ন্ত্রক সংস্থার দ্বারা অনুমোদন প্রাপ্ত নয়। উক্ত অ্যাপলিকেশনগুলি ব্যবহৃত হয় স্ক্যাম বা প্রতারণা বা জালিয়াতির উদ্দেশ্যে। আপনি যদি স্টক মার্কেটে (Stock Market) অর্থ বিনিয়োগ করেন।

তবে আপনি যে অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ বিনিয়োগ করছেন সেটি ব্যবহারের উপযোগী কিনা বা নিরাপদ কিনা তা অবশ্যই যাচাই করুন। এই সতর্কবার্তার পরও আপনি যদি প্রতারণা মূলক এমন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাতে আরবিআই (RBI) কোনোভাবেই তার জন্য দায়ী থাকবে না।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অননুমোদিত ট্রেডিং অ্যাপ্লিকেশনগুলি বিভিন্ন ধরণের হুমকির মুখে ফেলতে পারে, যার মধ্যে রয়েছে-

১. এমন একাধিক Trending App আছে সেগুলি প্রতারণার জন্য ব্যবহার করা হয়। যেমন- আপনি প্রতারণামূলক অ্যাপের মাধ্যমে আপনার অর্থ হতে পারেন অথবা আপনাকে ভুয়ো তথ্য দেওয়া হতে পারে।

২. এমন একাধিক ট্রেন্ডিং অ্যাপে সেফটি ব্যাগ (Safety Bag) থাকে যেগুলি হ্যাকারদের পক্ষে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস (Account Access) করা অনেক সহজতর করে তোলে।

৩. অনুমোদিত নয় সেইসমস্ত ট্রেন্ডিং অ্যাপগুলি এমন মানুষ ব্যবহার করেন যাদের বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান নেই। ফলে এতে তারা ক্ষতির সম্মুখীন হন।

Trading App ব্যবহার করার সময় এই বিষয়গুলিতে নজর দিন

১. ট্রেডিং অ্যাপগুলি ব্যবহারের আগে এবং উক্ত অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করার পূর্বে বাজার সম্পর্কের যথাযথ জ্ঞান থাকা আবশ্যক।

২. ফরেক্স দ্বারা অনুমোদিত ট্রেন্ডিং অ্যাপ গুলি ব্যবহারযোগ্য।

৩. আপনি আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড এবং দ্বি-ফ্যাক্টর (Password and Defector) প্রমাণীকরণ ব্যবহার করুন।

৪. বাজাররে অনিশ্চয়তা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করুন এবং অনিশ্চয়তা কম করতে পর্যাপ্ত ব্যবস্থা নিন।

কীভাবে অননুমোদিত Trading App সনাক্ত করবেন

১. প্রতারণা মূলক অ্যাপ গুলির নাম ও ওয়েসাইটে বানান ভুল থাকতে পারে। অ্যাপের নাম বা ওয়েবসাইটটি অনেকটা জনপ্রিয় আর্থিক সংস্থার মত হয়। এই প্রকার অ্যাপ্লিকেশন গুলি আপনাকে কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। বৈধ ট্রেডিং অ্যাপ গুলি গ্রাহকদের কাছ থেকে পরিচয় এবং ঠিকানা যাচাই করে থাকে।

২. এই অ্যাপ্লকেশনগুলি আপনাকে একাধিক সুবিধার প্রলোভন দেয়। তবে ট্রেডিং অ্যাপে অনিশ্চয়তা থাকে এবং প্রতারণার সম্ভাবনা প্রবল।

৩. আপনি সোশ্যাল মিডিয়া (Social Media) বা অন্যান্য অনলাইন প্লাটফর্মে এই ধরনের অ্যাপ সম্পর্কিত অনেক পজিটিভ তথ্য দেখতে পাবেন তবে এই রিভিউগুলি প্রকৃত ব্যবহারকারীদের মন্তব্য নাও হতে পারে।

৪. আপনি যদি মনে করেন আপনি কোন অনুমোদিত নয় এমন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তবে যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্টটি বন্ধ করুন এবং আপনি চাইলে RBI-তেও রিপোর্ট করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন