Facebook Earn Money : বোনাস দিচ্ছে ফেসবুক! মেটা আনল টাকা আয় করার দারুণ উপায়
(১/৯) আপনি কি ফেসবুক (Facebook) থেকে টাকা উপার্জন করতে ইচ্ছুক? ইতিমধ্যে ফেসবুক করল নতুন এক ঘোষণা। এই ঘোষণায় মেটা জানিয়েছে, বোনাস এবং বিজ্ঞাপন বাদে আর কি কি ভাবে আপনি উপার্জন করতে পারবেন। সোশ্যাল মিডিয়া জয়েন্ট – এর তরফ থেকে এই উৎসব উপলক্ষে ইয়ার এন্ড বোনাস এর বিজ্ঞপ্তি দিয়েছে। ফেসবুক এর সাথে সাথে ইনস্টাগ্রাম থেকে কি উপায়ে উপার্জন করবেন সেটাই জেনে নিন এই প্রতিবেদনে।
(২/৯) ফেসবুক (Facebook) ৩৫ টি দেশে নতুন সাবস্ক্রিশন মডেল সক্রিয় করেছে। আর এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মাসে মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটাররা। তবে যে সমস্ত ব্যক্তি এর মধ্যেই ফেসবুক থেকে টাকা উপার্জন করছেন তাদের জন্য আরও কিছু উন্নত অর্থাৎ আপডেট এনেছে মেটা। দেখে নিন সেগুলি কি?
(৩/৯) ফেসবুক ইনস্টাগ্রামে ইনভাইট- ওনলি বোনাস নিয়ে এসেছে। এই রিওয়ার্ডটি পেতে ক্রিয়েটারদের তাঁদের সৃষ্টিশীল কাজের মাধ্যেমে রিলস এবং ফটো শেয়ার করতে হবে। প্রথমস্তরে নির্বাচিত কিছুকণ ক্রিয়েটাররা পাবেন এই ইনভাইট ওনলি বোনাস। রিলস এবং ছবি কত দেখেছেন অর্থাৎ ভিউ এর উপর ভিত্তি করে দেওয়া হবে এই রিওয়ার্ড।
(৪/৯) যদি আপনার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনি এক্সক্লুসিভ কনটেন্ট বানিয়ে সাবস্ক্রিপশন চার্জ করতে পারবেন। মেটা এই ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন ওপেন করেছে ৩৫ টি দেশে। আপনার ফলোয়াররা যখন আপনার রিলস দেখবে, সেই সময় একটি সাবস্ক্রিপশন অপশন থাকবে এবং আপনি DM ba স্টোরির মাধ্যমে সাবস্ক্রাইবারদের ওয়েলকাম জানতে পারবেন।
(৫/৯) ইনস্টাগ্রামের রূপ ফেসবুকেও রয়েছে সাবস্ক্রিপশন। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটিই আগামীতে বেশ লাখখানেক ক্রিয়েটারদের অ্যাকাউন্টে রোল আউট করা হবে। এই সাবস্ক্রিপশন প্রমোট করা হবে রিলস ও ফেসবুক স্টোরির মধ্য দিয়ে। এছাড়াও ফ্যানদের জন্য থাকবে ৩০ দিনের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা। এর মাধ্যমে একজন ক্রিয়েটার মাসে বেশ অনেক টাকায় উপার্জন করতে পারবে বলে মনে করছেন মেটা।
(৬/৯) ক্রিয়েটারদের বানানো রিলস ফলোয়ারদের ভালো লাগে তাহলে সেই ফলোয়ার ইনস্টাগ্রামে গিফট পাঠাতে পারবে। এই গিফট আপনি ইনস্টাগ্রাম থেকে কিনতে পারবেন ভার্চুয়াল গিফট হিসাবে বা স্টার হিসাবে। তবে এর জন্য থাকছে কিছু শর্ত। এটি হল এই অপশনটি প্রযোজ্য হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে থাকতে থাকতে হবে ৫০০০ ফলোয়ার এবং কম পক্ষে ক্রিয়েটার বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
(৭/৯) মেটা (Meta) অনেক সহজ করছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ অন্যান্য সংস্থার সাথে সম্পর্ককে। এখন থেকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করার সময় ’Allow Brand partner to Boost’ অপশনটি থাকবে। এই অপশনে প্রেস করেই মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
(৮/৯) ফেসবুক এবং ইনস্টাগ্রামের উপলব্ধ এই সুবিধাগুলো পাওয়ার জন্য ক্রিয়েটার অ্যাকাউন্ট দেখুন। ফেসবুকের পক্ষ থেকে ওখানে দেখতে পাবেন এই অপশন গুলি।
(৯/৯) আপনার অ্যাকাউন্টে এই সমস্ত সুযোগ না দেখেন তাহলে প্রতীক্ষা করুন মেটা পুরোপুরিভাবে রোল আউট হওয়া অবদি। এর সাথেই দেখে নিন আপনি এই সুযোগ গ্রহণের যোগ্য কি না।
আরও পড়ুন:
👉 ১ ডিসেম্বর থেকে SIM Card কেনার নিয়ম বদলে ফেলতে চলেছে DoT! না মানলেই হবে জেল
👉 62,999 টাকার Xiaomi 12 Pro 5G ফোন এখন মাত্র 27,999 টাকায়! Croma-র দারুন অফার
👉 Amazon Sale: স্মার্টফোনে 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি
👉 Vivo X90 Pro: ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার টাকার কমে এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার
👉 ভারী বিপদ Aadhaar Card-এ! জরুরি এই কাজ না করলে হাওয়া হয়ে যেতে পারে মোটা টাকা