Vivo X90 Pro: ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার টাকার কমে এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) Vivo X90 Pro: ২০২৩ এর এপ্রিল মাসে  বাজারে এসেছে Vivo X90 Pro মোবাইল। বর্তমানে এই ফোনের দাম একেবারেই প্রায় কমে গেছে ১০০০০ টাকা। এই মোবাইলটির মধ্যে উপলব্ধ আছে ১২ জিবি র‍্যাম সহ ২৫৬ জিবি ইন্টারনেট স্টোরেজের সুবিধা এবং বর্তমানে এই মোবাইলটির দাম ৭৪,৯৯৯ টাকা। এই মোবাইলটি যখন প্রথম বাজারে আসে তখন কালো রঙের এই মোবাইলটির মূল্য ছিল ৮৪,৯৯৯ টাকা। বর্তমানে আগের মূল্যের থেকে ১০০০০ টাকা কমে মোবাইলটি উপলব্ধ থাকবে অ্যামাজন, ফ্লিপকার্ট  এর মতো সোস্যাল নেটওয়ার্কিং সাইডে।

(২/৭) গত রবিবার Vivo কোম্পানি জানিয়েছেন যে তাদের ক্যামেরা ফোকাসড এই মোবাইলটির দাম ১০০০০ টাকা কমিয়ে দিয়েছেন। Vivo X90 Pro এই মোবাইলটির সাথে আরও রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত AMOLED 3D কাভর্ড ডিসপ্লে এবং ভিভো সংস্থার v2 চিপ সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 989 ১-ইঞ্চি সেনসর উপলব্ধ রয়েছে । ফিচারস এর মধ্যে এই মোবাইলে রয়েছে ৯২০০ মিডিয়াটেক ডিমেনসিটি  প্রসেসর। এই ফোনটিতে ৪৮৭০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং পরিষেবা।

Vivo X90 Pro মোবাইলের অন্যান্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন:

(৩/৭) 1. ন্যানো সাইজের ডুয়াল সিম পরিসেবা। অ্যান্ড্রয়েড ১৩ বেসড FunTouch OS 13- এর দ্বারা চালিত হওয়ার সুবিধা। এরই সঙ্গে  ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির AMOLED 3D কার্ভড ডিসপ্লে। 

(৪/৭) 2. Vivo X90 Pro মোবাইলে রয়েছে একটি অক্টা-কোর ৪ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসর এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজর সঙ্গে ১২ জিবি র‍্যাম সহ থাকছে  ভিভো সংস্থার ভি২ চিপ।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৭) 3.  Vivo X90 Pro মোবাইলে রয়েছে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের Sony IMX 989 ১-ইঞ্চি সেনসর যুক্ত অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারস। Vivo X90 Pro মোবাইলটির সাথে আরও উপলব্ধ থাকছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 758 সেনসর এবং ১২ মেগাপিক্সেলের Sony IMX 663 সেনসর। মোবাইলটিতে  ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

(৬/৭) 4. Vivo X90 Pro মোবাইলে থাকছে  ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই মোবাইলটি সম্পূন্ন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। এর অর্থ হলো ধুলো এবং জলে এই ফোন নষ্ট হওয়ার সুযোগ প্রায় নেই।

Vivo X90 Pro price in India specifications

(৭/৭) 5. Vivo X90 Pro মোবাইলে আছে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি সহ ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সঙ্গে আরও থাকছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। 

আরও পড়ুন:

👉 Amazon Sale: স্মার্টফোনে‌ 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি

👉 ভারী বিপদ Aadhaar Card-এ! জরুরি এই কাজ না করলে হাওয়া হয়ে যেতে পারে মোটা টাকা

👉 Android Device Security: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ভারত সরকারের সতর্কবার্তা, কোথায় বিপদ? কী ভাবে সুরক্ষিত থাকবেন?

👉 আর মাত্র ৫ দিন! ২৪ অক্টোবর থেকে যে সব ফোনে আর WhatsApp চলবে না, তালিকা দেখে নিন

👉 Google Chrome-এর ব্যবহার নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, নিজের ফোন-ল্যাপটপ কী করে নিরাপদে রাখবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *