Amazon Sale: স্মার্টফোনে‌ 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Amazon Sale: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল  (Amazon Great Indian Festival) সেলের মেয়াদ শেষ হয়ে গেলেও এই কোম্পানিটি  সেলের পরও অফারটি অপরিবর্তিত রেখেছে। ইতিমধ্যেই অ্যামাজনে শুরু হয়েছে  গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এক্সট্রা হ্যাপিনেস ডেইস সেল। ইয়ারবাড, স্মার্টফোন, স্মার্ট টিভি সহ আরও অনেক ইলেকট্রনিক্স জিনিসের উপর পাবেন  এক্সট্রা ছাড়। দেখে নিন কি কি জিনিসের উপর পাবেন এই এক্সট্রা ছাড়।

Amazon Earbuds এর উপর বিশেষ ছাড়:

আপনি  যদি Ptron Bass Buds Duo  ইয়ারবাড কেনেন, তাহলে আপনি পেয়ে যাবেন  একাশি শতাংশ ছাড়। বর্তমান বাজারে এই ইয়ারবাডটির দাম ২,৫৯৯ টাকা, তবে এগুলো আপনি পেতে পারেন মাত্র ৪৯৯ টাকায়। আর  এর ব্যাটারি সার্ভিস টানা ৩২ ঘণ্টা। এর সাথে আছে ব্লুটুথ, ওয়্যারলেস কানেক্টিভিটি, TWS, টাইপ সি ফাস্ট চার্জিং এর সুবিধা।

প্রায় 50% ছাড় রয়েছে স্মার্টফোনের উপর:

এই মুহর্তে আপনার একটি স্মার্ট ফোনের প্রয়োজন, তবে চিন্তা কেনো ; অ্যমাজনে পেয়ে য স্মার্টফোনের উপর অর্ধেকাংশ ছাড়। রেডমি বারো সি কিলনে আপনি পেয়ে যাবেন প্রায় অর্ধেক ছাড়। এই স্মার্টফোনটির সাথে  আপনি পেয়ে যাবেন 4GB  র‍্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, 5000 এমএএইচ ব্যাটারি সার্ভিস, 6.71 ইঞ্চি এইচডি ডিসপ্লের এর সুবিধা এবং 50 এমপি রিয়ার ব্যাক ক্যামেরা।  এই দুর্দান্ত ফোনটির দাম 13,999 টাকার পরিবর্তে মাত্র 6,999 টাকা , শুধু মাত্র অ্যামাজন অনলাইন প্লাটফর্মে।

Amazon Great Indian Festival 50% on smartphones; 81% off on Earbuds, buy SmartTV at half price

বর্তমান দামের প্রায় অর্ধেক দানেই পেয়ে যাবেন স্মার্ট টিভি:

অ্যামাজন অনলাইন প্লাটফর্মে পেয়ে যাবেন স্মার্ট টিভির উপর প্রায় ৬০% অবদি ছাড়। আপনি রেডমী এফ সিরিজের স্মার্ট LED টিভি কিনতে চান, চিন্তা কিসের ? টিভিটি আপনি পেয়ে যাবেন ২৪,৯৯৯ টাকার বদলে ৯,৯৯৯ টাকায়। এছাড়াও 55 ইঞ্চি Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV- আপনি পেয়ে যাবেন  ৯৯,৯০০ টাকা পরিবর্তে মাত্র  ৫২,৯৯০ টাকায়। প্রায় বর্তমান দামের অর্ধেক দামে পাবেন এই টিভি টি।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন:

👉 62,999 টাকার Xiaomi 12 Pro 5G ফোন এখন মাত্র 27,999 টাকায়! Croma-র দারুন অফার

👉 Vivo X90 Pro: ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার টাকার কমে এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার

👉 ভারী বিপদ Aadhaar Card-এ! জরুরি এই কাজ না করলে হাওয়া হয়ে যেতে পারে মোটা টাকা

👉 Android Device Security: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ভারত সরকারের সতর্কবার্তা, কোথায় বিপদ? কী ভাবে সুরক্ষিত থাকবেন?

👉 আর মাত্র ৫ দিন! ২৪ অক্টোবর থেকে যে সব ফোনে আর WhatsApp চলবে না, তালিকা দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *