62,999 টাকার Xiaomi 12 Pro 5G ফোন এখন মাত্র 27,999 টাকায়! Croma-র দারুন অফার
Xiaomi 12 Pro 5G, Xiaomi 12 Pro 5G price in India, Xiaomi 12 Pro 5G specifications, Xiaomi 12 Pro 5G Offer,
Xiaomi 12 Pro 5G Presently Offer Price: অসাধারণ বৈশিষ্ট্যযুক্ত ফোনগুলির মধ্যে একটি উল্লেযোগ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন হল Xiaomi 12 pro। যদিও এই ফোনের 5G মডিউলের দাম এতই বেশি যে সেটা সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার নাগালের বাইরে। বর্তমানে সেই ফোনের উপর অবিশ্বাস্য অফার দিচ্ছে croma-এ।
ফোনটি যখন প্রথম বাজারে আসে তখন এর মূল্য ছিল ৬২,৯৯৯ টাকা। কিন্তু এই ফোনটিই বর্তমানে আপনি croma থেকে পেয়ে যাবেন ২৭,৯৯৯ টাকায়। সবচেয়ে বড়ো বিস্ময়কর ব্যাপার হল যে, এই অবিশ্বাস্য ছাড়টি আপনি পাবেন বিনা কোনো শর্তে। সরাসরি ছাড়টি উপলব্ধ আছে এই ফোনে।
কি কি বৈশিষ্ট্যযুক্ত Xiaomi 12 Pro 5G ফোনে?
Xiaomi 12 Pro 5G ফোনটির লঞ্চের সময় মূল্য ছিল ৬২,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে আপনি croma থেকে ফোনটি কিনতে পারবেন মাত্র ২৭,৯৯৯ টাকায়। সুতরাং আপনি ফোনটি কিনলে আপনার ৩৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে এই মুহূর্তে। এমন অবিশ্বাস্য ছাড় যা প্রায় দুর্লভ। এই সাশ্রয় এর সাথেই আপনি পাবেন ৮জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা।
শুধুমাত্র croma নয়, এই অফারটি উপলব্ধ আছে Mi এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং Amazon অ্যাপ থেকেও। তবে Mi বা amazon এই দুটি অনলাইন প্লাটফর্মে আপনি ফোনটির croma এর থেকে একটু বেশি। এখানে ফোনটির বর্তমান মূল্য ৩৯,৯৯৯ টাকা। তবে mi.com থেকে আপনি ফোনটি আরও ২০০০ টাকা কমে কিনতে পারবেন। Filpkart এ ফোনটিতে উপলব্ধ আছে একই ছাড়, এই প্লাটফর্মে ফোনটি আপনি পাবেন ৪৯,৯৯৯ টাকায়।
কি কারণে ফোনটি জায়গা করে নিয়েছে উল্লেখযোগ্য স্মার্টফোনের তালিকায়।
১. জনপ্রিয় এই ফোনটির ফিচর্সের মধ্যে রয়েছে Snapdragon 8gen 1 প্রসেসর। যা যেকোনো গেমিং এর জন্য বা কোনো কাজে খুব তাড়াতাড়ি কাজ করতে সক্ষম।
২. ফটো তুলতে যারা খুব বেশি আগ্রহী তাদের জন্য ফোনটি খুবই দুর্দান্ত একটি ফোন। ফোনটিতে রয়েছে দুটি ৫০এমপি ক্যামেরাযুক্ত। যেগুলির একটি টেলিফটো লেন্স এবং অপরটি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।
৩. Xiaomi ফোনটিতে আরও উপলব্ধ আছে একটি শক্তিশালী ব্যাটারি পরিষেবা। যার ব্যাটারি ব্যাকআপ ৪,৬০০ mAh। এরই সাথে রয়েছে ১২০W ar ফাস্ট চার্জিং এর সুবিধাযুক্ত একটি চার্জার।
৪. রয়েছে অসাধারণ 120Hz AMOLED LTPO স্ক্রিন, যার ডিসপ্লের আকার 6.73 ইঞ্চির। এই স্ক্রিন থাকে যাতে অক্ষত তার জন্য ফোনটিতে আছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। যার পরিষেবা রয়েছে খুব কম সংখ্যক অসাধারণ ভিডিও দেখার সুবিধার্থে রয়েছে HD কোয়ালিটির ডিসপ্লেটি Dolby Vision এবং HDR10+ সার্টিফায়েড।
আরও পড়ুন:
👉 Facebook Earn Money : বোনাস দিচ্ছে ফেসবুক! মেটা আনল টাকা আয় করার দারুণ উপায়
👉 Amazon Sale: স্মার্টফোনে 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি
👉 Vivo X90 Pro: ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার টাকার কমে এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার
👉 ভারী বিপদ Aadhaar Card-এ! জরুরি এই কাজ না করলে হাওয়া হয়ে যেতে পারে মোটা টাকা