ভারী বিপদ Aadhaar Card-এ! জরুরি এই কাজ না করলে হাওয়া হয়ে যেতে পারে মোটা টাকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/১১) বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। আজকাল প্রায় সমস্ত কাজের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে পড়েছে। আর সেই সঙ্গে সঙ্গে আধার কার্ড নিয়ে জালিয়াতির ঘটনাও অনেক বেড়ে গেছে।

(২/১১) এই অবস্থায় আধার কার্ড (Aadhaar Card) সুরক্ষিত রাখার জন্য ইউআইডিআই (UIDAI)-এর পক্ষ থেকে mAadhaar অ্যাপের মাধ্যমে আপনার আধার কার্ডে একটি বায়োমেট্রিক লক করে রাখতে বলা হয়েছে।

(৩/১১) এই কাজটি করার মাধ্যমে আপনার আধার কার্ডটি নিরাপদ হয়ে যাবে। বর্তমানে আধার কার্ড নিয়ে জালিয়াতির সংখ্যা যেভাবে বেড়ে চলেছে এই অবস্থায় প্রত্যেকটি মানুষের উচিত তাদের নিজেদের আধার কার্ডটি সুরক্ষিত রাখা। আর আধার কার্ড সুরক্ষিত ও নিরাপদ রাখতে এই পন্থাটি হলো অন্যতম।

(৪/১১) আধার জালিয়াতি নিয়ে সম্প্রতি এক ইঞ্জিনিয়ার নাম জ্যোতি রামালিঙ্গাইয়া, তিনি লিঙ্কডইনে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, আধার এনাবলড্ পেমেন্ট সিস্টেমের (AEPS) কারণে বহু আধার কার্ডধারী ব্যাক্তির হাজার হাজার টাকা হারানোর ঝুঁকি রয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/১১) এই AEPS সিস্টেমটি অন্য কোন পরিষেবার মত নয়। কারণ, এখানে প্রত্যেকটি লেনদেনের জন্য OTP প্রয়োজন হয় না। আর্থিক লেনদেনের জন্য আধার নম্বর, ফিঙ্গারপ্রিন্ট, OTP এবং আইরিস এর মাধ্যমেই লেনদেন সম্ভব।

(৬/১১) রামালিঙ্গাইয়া ওই লিঙ্কডইনে আরও লিখছেন যে, এই সিস্টেমের কারণেই তিনি ১০,০০০ টাকা হারিয়েছেন। তার মতে, তার কাছে ব্যাংক থেকে একটি মেসেজ আসে এরপর তার আধার কার্ডটি ট্রানজ়াকশন অথেন্টিকেট করার জন্য ব্যবহৃত হয়েছিল। আর এরপরে তার খোয়া যায় ১০ হাজার টাকা

(৭/১১) কিন্তু এই জায়গায় আপনি যদি আপনার আধার কার্ডটি (Aadhaar Card) তাই mAadhaar অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক লক করে রাখেন, তাহলে নিরাপদে থাকতে পারেন। এটি হল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI)-এর একটি মোবাইল অ্যাপ।

(৮/১১) অ্যাপের মাধ্যমে আপনি আপনার আঁধার তথ্যগুলির সুরক্ষিত করে রাখতে পারেন কারণ এই অ্যাপের মধ্যেই আপনার সমস্ত বায়োমেট্রিক তথ্য গুলি যেমন আঙ্গুলের ছাপ, আইরিশ স্ক্যানগুলি এগুলি সুরক্ষিত রাখা থাকে।

(৯/১১) বর্তমানে জালিয়াত কারীরা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের টাকা হাতানোর চেষ্টা করছে। এই অবস্থায় আমাদের সামান্য অসাবধানতার কারণে বড়সড়ো বিপদ হয়ে যেতে পারে। AEPS সিস্টেম হল আরেকটা সেরকমই।

(১০/১১) তাই আপনার আধার তথ্যগুলি নিরাপদে রাখার জন্য এই অ্যাপসটিতে সংরক্ষণ করে রাখতে হবে। তবে আপনি যদি এখনও মাই আধার অ্যাপ এ আপনার আপাতত সংরক্ষণ করে না রাখেন তাহলে সেটি দ্রুত করে নিন আপনাদের সুবিধার্থে সেই প্রক্রিয়াটি নিম্নে বলে দেওয়া হলো-

  • এজন্য প্রথমে প্লে স্টোর থেকে mAadhaar অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
  • অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এর উপরে ‘Register My Aadhaar’ অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • আধার নম্বর এবং সিকিওরিটি ক্যাপচাটি লিখতে হবে।
  • এরপর স্ক্রিনে একটি ওটিপির অপশন আসবে সেখানে ক্লিক করার পর আপনার ফোন নম্বার একটি ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে।।
  • এতে আপনার একাউন্টে খুলে যাবে এবং স্ক্রল ডাউন করার পর ‘বায়োমেট্রিক লক’ অপশন আসবে। সেখানে ক্লিক করতে হবে।
  • সেখান থেকে বায়োমেট্রিকে ক্লিক করার পর আবার সিকিওরিটি ক্যাপচা এবং ওটিপি দিতে হবে।
 Aadhaar Card alert, If you don't do this important thing, a lot of money can be wasted

(১১/১১) উপরের সমস্ত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে নিচে যদি ভেরিফাই অপশন আসে তাহলে বুঝবেন আপনার বায়োমেট্রিক লক সঠিকভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন:

👉 Vivo X90 Pro: ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার টাকার কমে এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার

👉 Android Device Security: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ভারত সরকারের সতর্কবার্তা, কোথায় বিপদ? কী ভাবে সুরক্ষিত থাকবেন?

👉 আর মাত্র ৫ দিন! ২৪ অক্টোবর থেকে যে সব ফোনে আর WhatsApp চলবে না, তালিকা দেখে নিন

👉 Google Chrome-এর ব্যবহার নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, নিজের ফোন-ল্যাপটপ কী করে নিরাপদে রাখবেন?

👉 Google Search Mistake: ভুলেও এসব জিনিস গুগলে সার্চ করবেন না, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *