Google Search Mistake: ভুলেও এসব জিনিস গুগলে সার্চ করবেন না, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমান সময়ে google হচ্ছে আমাদের নিত্য সঙ্গী। পড়াশোনা বিষয়ক কোনো প্রশ্নই হোক বা অন্য কিছু, সমাধান না জানা থাকলে আমরা এর উত্তর খুঁজতে থাকি গুগলে এসে। কিন্তু আপনি কি জানেন আপনি জাই কিছু সার্চ করেন না কেন সেই বিষয়ে সব সময় নজর রাখা হয়।

তাই আপনি যদি গুগলে উল্টোপাল্টা কোন বিষয় নিয়ে সার্চ করেন তাহলে গুরুতর সমস্যার মধ্যে পড়তে পারেন। এমনকি এর জন্য আপনার জেলও হতে পারে। গুগলে এইসব জিনিসগুলি একদম সার্চ করতে যাবেন না। আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়েই জানাবো যেগুলি কখনোই গুগলে সার্চ করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক।

এইসব বিষয়গুলি গুগলের সার্চ করবেন না

  • আপনি কখনোই বোমা তৈরির পদ্ধতি বলে গুগলে সার্চ করতে যাবেন না, তা না হলে ভীষণ সমস্যায় পড়তে পারেন। আপনি এ বিষয়টি সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি নিরাপত্তা সংস্থার স্বার্থে ব্লক করে দেওয়া হবে। আর এর জন্য আপনার উপর আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
  • আপনি যদি গুগলে পাইরে সেই সম্পর্ক কোন তথ্য সার্চ করেন তাহলে এর জন্য আপনি ভীষণ সমস্যায় পড়তে পারেন। আমাদের দেশে ফিল্ম পাইরেসি হল একটি অপরাধ। তাই এই বিষয়ক কোন তথ্য আপনি google-এ সার্চ করলে আপনার উপর আইনি ব্যবস্থা সহ মোটা টাকা জরিমানাও হতে পারে।
Google Search Mistake Must be arrested by the police

তবে শুধুমাত্র এই দুটি বিষয় নয় এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলি আপনি গুগলে সার্চ করতে পারবেন না। আপনি গুগলে কখন কি সার্চ করছেন সেই বিষয়ে সমস্ত তথ্য রাখা হয়। তাই আপনি যদি এমন কিছু সার্চ করে থাকেন তাহলে সেই তথ্য পৌঁছে যাবে তাদের কাছে। আর এতে আপনার জরিমানা সহ জেলও হতে পারে।

আরও পড়ুন:

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

👉 Smart Phones: দুর্দান্ত ক্যামেরা সহ অ্যামাজন সেলে ২০ হাজারের কমে পাবেন যে ফোনগুলি

👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো

👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো

👉 HP-র সাথে হাত মিলিয়ে ভারতে Laptop উৎপাদন করবে Google, ঘোষণা সুন্দর পিচাই-এর

👉 Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *