HP-র সাথে হাত মিলিয়ে ভারতে Laptop উৎপাদন করবে Google, ঘোষণা সুন্দর পিচাই-এর

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) ল্যাপটপ উৎপাদনে ভারত নতুন পরিকল্পনা গ্রহণ করল। জানা গেছে ভারত এবার এইচপি (HP)-র সঙ্গে একজোট হয়ে ক্রোমবুক ল্যাপটপ (Chromebook) তৈরি করবে গুগল। আগামী মঙ্গলবার থেকে এই ক্রোমবুকের উৎপাদন শুরু হওয়ার কথা আছে।

(২/৫) এই উৎপাদন শুরু হবে ভারতের চেন্নাই শহরের ফ্লেক্স ফ্যাসিলিটিতে। চেন্নাইয়ের এই ফ্লেক্স ফ্যাসিলিটি থেকেই এতদিন hp, Laptop এবং Desktop তৈরি হতো।

(৩/৫) এই ব্যাপারে গত সোমবার গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, ‘‘আমরা এইচপি-র সঙ্গে জোট বেঁধে ভারতে প্রথম বারের জন্য ক্রোমবুক উৎপাদন করতে চলেছি। এর ফলে পড়ুয়ারা কম খরচে এবং সহজে কম্পিউটার ব্যবহারের সুবিধা পাবে।’’

(৪/৫) গুগলের (Google) নিজস্ব ক্রোম অপারেটিং সিস্টেমগুলি ক্রোমবুকগুলিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। এই ধরনের ক্রোম অপারেটিং সিস্টেমগুলি ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ব্যবহার করে থাকে। যেমন lenovo, hp, asus এই ধরনের সংস্থাগুলি গুগলের নিজস্ব ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
Google to join hands with HP to produce laptops in India, Sundar Pichai announced

(৫/৫) আবার অন্য দিকে, অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয় ডেল ল্যাপটপ (Dell) বা ডেস্কটপ উইন্ডোজ। মনে করা হচ্ছে ভারতের নতুন এই পদক্ষেপ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুন:

👉 ২৫ মিনিটে ফুল চার্জ! চলবে ৫০টি অ্যাপ একসঙ্গে, OnePlus-এর নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন সম্পর্কে জেনে নিন

👉 Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির

👉 Google Play Store কে টেক্কা দিতে দেশীয় Indus অ্যাপ স্টোর লঞ্চ হলো PhonePe-এর তরফ থেকে

👉 Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার

👉 মাত্র 8 টাকায় রোজ 2GB ডেটার সাথে মিলবে আরও সুবিধা, Jio-র এই প্ল্যানটি জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *